JanaBD.ComLoginSign Up

ফেসবুকে ফাঁস হল আমির খানের ‘দঙ্গল’

সিনেমা জগৎ 24th Dec 2016 at 5:53pm 337
ফেসবুকে ফাঁস হল আমির খানের ‘দঙ্গল’

গতকাল মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ও চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা দঙ্গল। মুক্তির প্রথমদিনেই সিনেমাটি আয় করেছে প্রায় ৩০ কোটি রুপি। যা চলতি বছরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর প্রথমদিনের আয়ের দিকে থেকে দ্বিতীয়।

কিন্তু শুরুতেই বড় ধরনের একটি ধাক্কার মুখোমুখি সিনেমাটি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফাঁস হয়ে গেছে সিনেমাটি।

পাইরেসির বিষয়টি ইদানিং বেশ ভোগাচ্ছে বলিউড নির্মাতাদের। এ বছর বেশ কিছু সিনেমা মুক্তি আগেই ফাঁস হয়েছে। এবার এক পাকিস্তানি ফেসবুক ব্যবহারকারী সিনেমাটি ফাঁস করেছেন।

সিনেমাটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তাতে হাজার হাজার ভিউয়ার বাড়তে থাকে। তিনি একজন ইউটিউব আপলোডার বলে জানা গেছে। যদিও পরবর্তীতে পেজটি থেকে সিনেমাটি মুছে ফেলেছে ফেসবুক কর্তৃপক্ষ।

ভারতীয় কিংবদন্তি কুস্তিগীর মহাবীর ফোগাট এবং তার মেয়ে গীতা ও ববিতার সংগ্রামী জীবন নিয়ে তৈরি হচ্ছে দঙ্গল সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। এতে আমির খান ছাড়াও অভিনয় করেছেন সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রা। -রাইজিংবিডি

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 5 - Rating 2 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)