JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

বাবার জন্মদিনে দুর্দান্ত উপহার দিলেন সোনম কাপুর

বিবিধ বিনোদন 24th Dec 2016 at 6:12pm 424
বাবার জন্মদিনে দুর্দান্ত উপহার দিলেন সোনম কাপুর

আজ অনিল কাপুরের জন্মদিন। এই উপলক্ষ্যে তিন কাপুর ভাইয়ের একটি বহু পুরানো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মেয়ে সোনম কাপুর।অনিলের সঙ্গে একই পোজে ছবিতে আছেন দাদা বনি ও ভাই সঞ্জয়।

বাবার সঙ্গে তাঁর ছোটবেলার একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সোনম। কয়েক মাস আগে সোনমের জন্মদিনেও ঠিক এ ভাবেই মেয়েকে সারপ্রাইজ দিয়েছিলেন অনিল কাপুর।

সোনমের সঙ্গে ছবি পোস্ট করে তিনি জানিয়েছিলেন, ছবির শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় মেয়ের জন্মদিনের পার্টিতে আসতে দেরি হয়ে যায় তাঁর। তাতে প্রচণ্ড চটে যান সোনমের মা সুনীতা।

তাই মেয়ের প্রতি নিজের ভালবাসা দেখাতে সারাক্ষণ তাকে কোলে নিয়ে ছিলেন তিনি। পরে বোঝেন, ছোট্ট মেয়ে বোঝেইনি, বাবা গোটা সন্ধ্যা পার্টিতে ছিলেন না। বাবার উপস্থিতিই যথেষ্ট তার কাছে।

সূত্র: এবিপি


জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 6 - Rating 6.7 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)