JanaBD.ComLoginSign Up

কোনো সম্পর্কে জড়াইনি : নায়লা নাঈম!

বিবিধ বিনোদন 25th Dec 2016 at 11:27am 247
কোনো সম্পর্কে জড়াইনি : নায়লা নাঈম!

না আপাতত নায়লা নাঈমের বিয়ের কোনো খবর নেই, নেই কোনো রিলেশনশিপের খবর। গতকাল শনিবার রাতে নায়লা নাঈমকে ট্যাগ করতে একটি পোস্ট দেন প্রবাসী গায়ক নায়লা নাঈমকে ট্যাগ করে একটি পোস্ট দেন।

যেখানে ফিলিং লাভ, অজস্র হার্ট ইমোটিকোন ও নায়লা নাঈমের দুটো একসাথে বসা ছবি যুক্ত করা ছিল। যার ফলে ভক্তদের মনে হয়েছিল নায়লা প্রেমে জড়িয়ে গেছেন।

তবে নায়লা নাঈমের সাথে যোগাযোগ করা হলে তিনি কালের কণ্ঠকে বলেন, 'বিস্ময়ের সাথে বলেন নাতো এমন কিছু ঘটেনি। কোনো সম্পর্কে জড়াই নি। আইএম স্টিল নাউ সিঙ্গেল। '

সূত্রের খবর উল্লেখ করলে তিনি বলেন, ও, এটা। এটা হচ্ছে নতুন একটি গানের মিউজিক ভিডিওতে চুক্তিবদ্ধ হলাম। বাসার কাছের একটি রেস্টুরেন্টে বসে চুক্তি করলাম। ওই ভাইয়াটা রহস্য করে পোস্ট দিয়েছেন হয় তো।

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)