JanaBD.ComLoginSign Up

২০১৬-তে বিরাট কোহলি ও ধোনির আয়

খেলাধুলার বিবিধ 27th Dec 2016 at 9:03am 401
২০১৬-তে বিরাট কোহলি ও ধোনির আয়

দু'জনেই ভারতীয় ক্রিকেটের বর্তমান মহারথী। দু'জনেই অসাধারণ পারফর্মার। দু'জনেই অধিনায়ক। একজন বিরাট কোহলি এবং অন্য জন মহেন্দ্র সিং ধোনি। খ্যাতি ও জনপ্রিয়তায় উভয়েই শীর্ষে রয়েছেন।

এবং তার পাশাপাশি রোজগারের নিরিখেও একে অন্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। কিন্তু জানেন কি এই ২০১৬ সালে কে বেশি রোগজার করলেন ধোনি না কোহলি? আসুন দেখে নেওয়া যাক-

ফোর্বস ইন্ডিয়া সেলিব্রিটি লিস্টের (হায়ার ইনকাম) তথ্য অনুসারে ২০১৬ সালে মোট ১৩৪.৪৪ কোটি টাকা আয় করেছেন বিরাট। বিজ্ঞাপন দুনিয়াতেও তাঁর দারুণ কদর। এই মুহূর্তে তাঁর ঝুলিতে রয়েছে ১৭টি ব্র্যান্ডের দায়িত্ব।

অন্যদিকে, ফোর্বস পত্রিকায় হিসেব বলছে, মাহির আয় ১২২.৪৮ কোটি টাকা। এদিকে ধোনির বায়োপিক - 'আনটোল্ড স্টোরি অফ এম এস ধোনি'ও মুক্তি পেয়েছে এবছরই। এই ছবিটিও দারুণ সফল বাণিজ্যিক দিক থেকে। শুধুমাত্র ভারতীয় বাজার থেকেই এই ছবির এখনও পর্যন্ত উপার্জন ১৩০ কোটি টাকা।

তথ্যসূত্রঃ জিনিউজ

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)