JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ফ্রিতে ব্রাউজ করুন আমাদের সাইট :) Search করুন , "জানাবিডি ডট কম" পেয়ে যাবেন ।

ওয়ানডে অভিষেকের অপেক্ষায় সোহান

ক্রিকেট দুনিয়া 28th Dec 2016 at 5:39pm 540
ওয়ানডে অভিষেকের অপেক্ষায় সোহান

মুশফিকুর রহীমের ইনজুরির কারণে ওয়ানডে অভিষেকের দরজা খুলে গেছে তরুণ উইকেরক্ষক নুরুল হাসান সোহানের সামনে। নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হতে যাচ্ছে ২৩ বছর বয়সি ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যানের।

লাল-সবুজের জার্সি গায়ে এর আগে ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হলেও ওয়ানডে বা টেস্টের জার্সি গায়ে জড়ানো হয়নি তাঁর। সবকিছু ঠিক থাকলে খুলনার এই তরুণের ওয়ানডে অভিষেক হয়ে যাচ্ছে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের মাটিতেই।

নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হ্যামট্রিং ইনজুরিতে পড়েন মুশফিকুর রহীম। ৪২ রান করা মুশফিককে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছিল রিটায়ার্ড হার্ট হয়ে। টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, চোটের যে অবস্থা তাতে বাংলাদেশের টেস্ট অধিনায়কে হয়ত টি-টোয়েন্টি সিরিজেও মাঠের বাইরে থাকতে হতে পারে।

মুশফিকের পরিবর্তে দলে সুযোগ পাওয়া নুরুল হাসান সোহানের টি-টোয়েন্টি অভিষেক গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে। জানুয়ারিতে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটিতেই খেলেছিলেন তিনি। বাকি দুটি ম্যাচ খেলেছেন এশিয়া কাপে, একটি আরব আমিরাত ও অন্যটি শ্রীলঙ্কার বিপক্ষে। ব্যাট হাতে ৬ টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ৫৪ রান। সর্বোচ্চ অপরাজিত ৩০। সব মিলিয়ে ডিসমিশাল ৪টি।

সর্বশেষ বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেলা নুরুল হাসান সোহান লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলেছেন ৫০টি ম্যাচ। ব্যাট হাতে সংগ্রহ করেছেন ১০২৬ রান। সেঞ্চুরি ১টি, ফিফটির সংখ্যা ৩টি। এবার দেখার বিষয়, ওয়ানডে অভিষেকে কী করেন তিনি।

সূত্রঃ জাগো নিউজ

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 11 - Rating 5.5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)