JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

অবসরের কথা ‘ভাবছেন’ মিসবাহ

ক্রিকেট দুনিয়া 30th Dec 2016 at 3:52pm 130
অবসরের কথা ‘ভাবছেন’ মিসবাহ

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার কাছে নাটকীয় পরাজয়ের পর চরম হতাশ পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক। তবে নিজের ব্যাটের রানখরাটাই তাকে বেশি ব্যথিত করছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দ্রুত অবসরের সম্ভাবনা শোনালেন তিনি। এমনকি সিডনিতে শেষ টেস্টের আগেই ক্রিকেটকে বিদায় বলে দিতে পারেন মিসবাহ।

পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক মেলবোর্নে ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণে মানসিকভাবে ভেঙে পড়েছেন। ইনিংস ও ১৮ রানে হারের ম্যাচে নিজেও জ্বলে উঠতে পারেননি। শুধু এই ম্যাচে নয়, অস্ট্রেলিয়া সফরে এসে তার ব্যাট হাসেনি।

মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে মাত্র দুই বল স্থায়ী হয় মিসবাহর ইনিংস। দুটোই সুইপ করেছেন, শেষটি সরাসরি চলে যায় শর্ট ফাইন লেগে দাঁড়ানো নিক ম্যাডিসনের হাতে। সব মিলিয়ে শেষ চার ইনিংসে মাত্র ২০ রান করেছেন ৪০ বছর বয়সী ব্যাটসম্যান। আর এই রানখরার কারণে নিজের শেষ দেখছেন মিসবাহ। শুক্রবার হারের পর ভবিষ্যত কী জানতে চাইলে অধিনায়ক বলেছেন, ‘আমি মনে করি এনিয়ে আমার ভাবা দরকার। আমি সবসময় বলেছি, যদি দলে অবদান রাখতে না পারি তাহলে এখানে থাকার কোনও অর্থ নেই। আর এই বিষয়টি মাথায় রেখে আমাকে ভাবা দরকার। এমনকি পরের ম্যাচের (সিডনি টেস্ট) আগেই।’

নিজের অবস্থান নিয়ে একটুও সন্তুষ্ট নন মিসবাহ, ‘যদি অবদান রাখতে পারি দলে, তাহলে ভালো। কিন্তু একজন ব্যাটসম্যান হিসেবে পারফরম্যান্স না করতে পারার চেয়ে অন্যকে সুযোগ দেওয়াটা বেশি ভালো।’

আগামী দুই-একটা দিন ভেবে শিগগিরই সিদ্ধান্ত জানাবেন তিনি। পরের ম্যাচে খেলবেন কি না সেটা নিয়েও দোলাচলে মিসবাহ, ‘কী করা দরকার আমি সিদ্ধান্ত নেব কয়েকদিনের মধ্যেই। দলের সঙ্গে থেকে কিছু না করার কোনও মানে নেই। সিডনিতে খেলব কি না সিদ্ধান্ত নেইনি, দেখা যাক।’

তথ্যসূত্রঃ ক্রিকইনফো, ডন


জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 11 - Rating 6.4 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)