JanaBD.ComLoginSign Up

নেলসনে ন্যাশনাল পার্ক সফরে মাশরাফিরা

খেলাধুলার বিবিধ 30th Dec 2016 at 4:54pm 335
নেলসনে ন্যাশনাল পার্ক সফরে মাশরাফিরা

শুক্রবার কোনো অনুশীলনে নামেন নি মাশরাফিরা। একটু বেলা করেই সবাই ঘুম থেকে উঠেছিল। নেলসনের হোটেল ট্রেইলওয়েসের পাশেই এক মসজিদে শুক্রবারের নামাজ আদায় করেন মাশরাফিরা। এরপরই চার ঘণ্টার এক সফরে বাসে করে ন্যাশনাল পার্কে যায় ক্রিকেটাররা।

নেলসন শহর থেকে প্রায় এক ঘণ্টার লাগে দেশটির জাতীয় পার্কে যেতে। সেখানে এক ঘণ্টা কাটানোর পর হোটেলে ফিরে আসে সবাই।

সিরিজের শেষ ম্যাচ নামার আগে প্রত্যেককে ফুরফুরে মেজাজে রাখতেই কোচ চন্ডিকা হাথুরুসিংহে এই সফরের আয়োজন করতে বলেন। তবে তিনি নিজেই এই সফরে যাননি।

শেষ ম্যাচের জন্য একাদশ ঠিক করা নিয়েও সন্ধ্যায় টিম মিটিং হওয়ার কথা রয়েছে। সেখানে একটি পরিবর্তনের আভাস মিলেছে। সিরিজের শেষ ম্যাচে পেসার মুস্তাফিজুর রহমানকে নামানো হতে পারে।

সূত্রঃ বিডিলাইভ২৪

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 4 - Rating 7.5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)