JanaBD.ComLoginSign Up

সূর্য নক্ষত্র নারী (১) - জীবনানন্দ দাশ

প্রকৃতির কবিতা 30th Dec 16 at 11:28pm 1,063
সূর্য নক্ষত্র নারী (১) - জীবনানন্দ দাশ

তোমার নিকট থেকে সর্বদাই বিদায়ের কথা ছিলো
সব চেয়ে আগে; জানি আমি।
সে-দিনও তোমার সাথে মুখ-চেনা হয় নাই।
তুমি যে এ-পৃথিবীতে র’য়ে গেছো।
আমাকে বলেনি কেউ।

কোথাও জলকে ঘিরে পৃথিবীর অফুরান জল
র’য়ে গেছে;-
যে যার নিজের কাজে আছে, এই অনুভবে চ’লে
শিয়রে নিয়ত স্ফীত সুর্যকে চেনে তারা;
আকাশের সপ্রতিভ নক্ষত্রকে চিনে উদীচীর
কোনো জল কী ক’রে অপর জল চিনে নেবে অন্য নির্ঝরের?
তবুও জীবন ছুঁ’য়ে গেলে তুমি;-
আমার চোখের থেকে নিমেষ নিহত
সূর্যকে সরায়ে দিয়ে।
স’রে যেতো; তবুও আয়ুর দিন ফুরোবার আগে।
নব-নব সূর্যকে কে নারীর বদলে
ছেড়ে দেয়; কেন দেব? সকল প্রতীতি উৎসবের
চেয়ে তবু বড়ো
স্থিরতর প্রিয় তুমি;- নিঃসূর্য নির্জন
ক’রে দিতে এলে।
মিলন ও বিদায়ের প্রয়োজনে আমি যদি মিলিত হতাম
তোমার উৎসের সাথে, তবে আমি অন্য সব প্রেমিকের মতো
বিরাট পৃথিবী আর সুবিশাল সময়কে সেবা ক’রে আত্মস্থ হতাম।
তুমি তা জানো না, তবু, আমি জানি, একবার তোমাকে দেখেছি;-
পিছনের পটভূমিকায় সময়ের
শেষনাগ ছিলো, নেই;- বিজ্ঞানের ক্লান্ত নক্ষত্রেরা
নিভে যায়;- মানুষ অপ্রিজ্ঞাত সে-আমায়; তবুও তাদের একজন
গভীর মানুষী কেন নিজেকে চেনায়!
আহা, তাকে অন্ধকার অনন্তের মতো আমি জেনে নিয়ে, তবু,
অল্পায়ু রঙিন রৌদ্রে মানবের ইতিহাসে কে না জেনে কোথায় চলেছি!

Googleplus Pint
Like - Dislike Votes 94 - Rating 5.1 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি
একদিন কুয়াশার এই মাঠে - জীবনানন্দ দাশ একদিন কুয়াশার এই মাঠে - জীবনানন্দ দাশ
18th Dec 17 at 2:00am 863
পদ্মার প্রতি - সত্যেন্দ্রনাথ দত্ত পদ্মার প্রতি - সত্যেন্দ্রনাথ দত্ত
31st Oct 17 at 12:23am 471
ঝর্ণা - সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণা - সত্যেন্দ্রনাথ দত্ত
29th Apr 17 at 12:19am 892
সূর্য নক্ষত্র নারী (২) - জীবনানন্দ দাশ সূর্য নক্ষত্র নারী (২) - জীবনানন্দ দাশ
13th Jan 17 at 10:56pm 1,041
বুনোহাঁস - জীবনানন্দ দাশ বুনোহাঁস - জীবনানন্দ দাশ
18th Dec 16 at 11:46pm 1,136
হেমন্ত যেখানে থাকে - শক্তি চট্টোপাধ্যায় হেমন্ত যেখানে থাকে - শক্তি চট্টোপাধ্যায়
18th Dec 16 at 11:42pm 871
আকাশের চাঁদ - রবীন্দ্রনাথ ঠাকুর - সোনার তরী আকাশের চাঁদ - রবীন্দ্রনাথ ঠাকুর - সোনার তরী
30th Sep 16 at 4:54pm 2,151

পাঠকের মন্তব্য (0)

Recent Posts আরও দেখুন
বুবলি-শাকিব বিয়ে, গোপন তথ্য ফাঁসবুবলি-শাকিব বিয়ে, গোপন তথ্য ফাঁস
কৃষকের ইন্টারভিউকৃষকের ইন্টারভিউ
শীতেও সতেজ রাখুন আপনার ত্বকশীতেও সতেজ রাখুন আপনার ত্বক
প্রতি সপ্তাহে এক মাইল করে গতি বাড়ছে মোস্তাফিজেরপ্রতি সপ্তাহে এক মাইল করে গতি বাড়ছে মোস্তাফিজের
যে বয়সে পুরুষরা হয়ে উঠে সবচেয়ে বেশি বিরক্তিকর!যে বয়সে পুরুষরা হয়ে উঠে সবচেয়ে বেশি বিরক্তিকর!
হোয়াইটওয়াশের পথে পাকিস্তানহোয়াইটওয়াশের পথে পাকিস্তান
নিজের সব রেকর্ড ভাঙলেন সালমাননিজের সব রেকর্ড ভাঙলেন সালমান
২ রানে অলআউট, ৯ জন ডাক!২ রানে অলআউট, ৯ জন ডাক!