JanaBD.ComLoginSign Up

অশ্লীলতায় ভরা রেঙ্গুন!

সিনেমা জগৎ 7th Jan 2017 at 2:49pm 506
অশ্লীলতায় ভরা রেঙ্গুন!

ত্রিকোণ প্রেম। তিনটি কোণে রয়েছেন সাইফ আলি খান, কঙ্গনা রানাউত এবং শাহিদ কপুর। সৌজন্যে ‘রেঙ্গুন’।

শুক্রবার মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলর। আর তাতেই পরিচালক বিশাল ভরদ্বাজের ম্যাজিকে মুগ্ধ দর্শক।

প্রেক্ষাপট ১৯৪০, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মিস জুলিয়া অর্থাৎ কঙ্গনা এক নামজাদা অভিনেত্রী। সাইফ রয়েছেন প্রযোজকের ভূমিকায়। সৈন্যদের উৎসাহ দিতে বর্মা পাঠানো হয় জুলিয়াকে।

সেখানেই তিনি নবাব মালিক অর্থাৎ শাহিদ কাপুরের দেখা পান। নবাব পেশায় সৈনিক। কিন্তু সে সময় জুলিয়ার নিরাপত্তার ভার ছিল তার ওপর।

সে সময়ই নবাবের প্রেমে পড়েন জুলিয়া। শুরু হয় ত্রিকোণ প্রেম। এভাবেই এগিয়েছে ‘রেঙ্গুন’-এর চিত্রনাট্য।

ট্রেলর দেখে বি-টাউনের অনেকেই বলছেন, এই ছবিতে অভিনেত্রী কঙ্গনাকে নতুনভাবে চেনা যাবে। সাইফ ও শাহিদের পরিণত অভিনয় অবশ্যই ছবির অন্যতম সম্পদ। সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 7 - Rating 7.1 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)