JanaBD.ComLoginSign Up

হুয়াওয়ের ৬ জিবি র‌্যামের ফোন

মোবাইল ফোন রিভিউ 8th Jan 2017 at 2:02pm 294
হুয়াওয়ের ৬ জিবি র‌্যামের ফোন

হুয়াওয়ের নতুন একটি ফোনের তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। ফোনটির মডেল হুয়াওয়ে পি১০ এজ। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে, এতে ৬ জিবি র‌্যাম রয়েছে।

ফাঁস হওয়া তথ্য মতে, হুয়াওয়ে পি১০ ফোনটিতে ২.৩ গিগাহার্জের অক্টাকোর কিরিন ৯৬০ প্রসেসর। ফোনটি অ্যানড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেম চালিত।

৬ জিবি র‌্যামের এই ফোনটির বিল্টইন মেমোরি ২৫৬ জিবি। এর ডিসপ্লে ৫.৫ ইঞ্চির কোয়াড এইচডি। ব্যাটারি ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।

ফোনটির রিয়ার ক্যামেরা ২২ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ১১ মেগাপিক্সেলের।

Googleplus Pint
Like - Dislike Votes 8 - Rating 3.8 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)