JanaBD.ComLoginSign Up

একই মঞ্চে আরাধ্যা-আজাদ!

বিবিধ বিনোদন 9th Jan 2017 at 1:18pm 178
একই মঞ্চে আরাধ্যা-আজাদ!

তারা দুজন বন্ধু। কোনো বার্থডে পার্টিতে গেলে একে অপরের খোঁজ করে। এক স্কুলে ভর্তি হওয়ার জন্য তাদের বন্ধুত্ব আরো বেড়েছে। এ বার একসঙ্গে জমাটি পারফরম্যান্সও করে ফেলল দুই তারকা সন্তান। তারা হল, আমির খান-কিরণ রাওয়ের ছেলে আজাদ খান এবং অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে আরাধ্যা বচ্চন। দর্শক আসনে বসে হাততালিও দিলেন সেলেব বাবা-মা।

মূল কথায় আসি, আরাধ্যা এবং আজাদ দু’জনেই ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী।

সম্প্রতি স্কুলের অ্যানুয়াল ডে উপলক্ষে অনুষ্ঠান ছিল। সেখানেই পারফর্ম করে এই দুই তারকা সন্তান। দর্শকাসনে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারপার্সন নীতা অম্বানিও। পরে মঞ্চে উঠে শিশুদের সঙ্গে ‘কালা চশমা’ পারফর্ম করতে দেখা যায় তাকে। সব মিলিয়ে খুদেদের পারফরম্যান্স জমিয়ে এনজয় করলেন আমির, অভিষেক ও ঐশ্বরিয়া।

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 9 - Rating 6.7 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)