JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

এবার ওয়ানডে লড়াই শুরু ভারত-ইংল্যান্ডের

ক্রিকেট দুনিয়া 14th Jan 2017 at 7:06pm 449
এবার ওয়ানডে লড়াই শুরু ভারত-ইংল্যান্ডের

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। জয় দিয়ে সিরিজ শুরু করার লক্ষ্য টিম ইন্ডিয়া ও ইংলিশদের। বাংলাদেশ সময় দুপুর ২টায় পুনেতে শুরু হবে ম্যাচটি।

এ ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে ভারতের নয়া দলপতি বিরাট কোহলির। ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি দলের অধিনায়কত্ব মহেন্দ্র সিং ধোনি ছেড়ে দেয়ায়, এই দুই ফরম্যাটের দায়িত্ব পান কোহলি।

ফলে ভারত ক্রিকেটের তিন ফরম্যাটেরই অধিনায়ক এখন কোহলি। তিন ফরম্যাটের দায়িত্ব পেয়ে বেশ খুশি কোহলি নিজেও, ‘তিন ফরম্যাটের অধিনায়কত্ব পেয়ে আমি সত্যি অনেক বেশি উচ্ছসিত। আমার উপর আরও বেশি দায়িত্ব এসেছে এবং এটি আরও ভালো খেলতে আমাকে উৎসাহি করবে।’

কোহলির নেতৃত্বেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারায় ভারত। এবার ওয়ানডে সিরিজে ভালো খেলতে চান ভারতের নয়া অধিনায়ক কোহলি, ‘টেস্ট সিরিজে দুর্দান্ত খেলেছি আমরা। এবার ওয়ানডেতেও নিজেদের সার্মথ্য দেখাতে চাই। আশা করছি দলের সবাই সেরা ক্রিকেটটাই খেলবে।’

টেস্ট সিরিজে যাচ্ছেতাই পারফরমেন্স হলেও, ওয়ানডেতে ঘুড়ে দাড়ানোই প্রধান লক্ষ্য ইংল্যান্ডের। ওয়ানডে অধিনায়ক ইয়োইন মরগানের কন্ঠে তেমনই সুর, ‘টেস্ট সিরিজের স্মৃতি এখন পুরনো।

নতুন ফরম্যাটে খেলতে হবে এখন। নতুন মানসিকতা নিয়ে সবাই খেলবে ওয়ানডে সিরিজ। সিরিজের তিন ম্যাচেই ভালো খেলতে হবে আমাদের। আবারো জয়ের ফিরে আসবো আমরা।’

ওয়ানডে সিরিজের আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে ইংল্যান্ড। ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথমটি জিতলেও, দ্বিতীয়টি হেরেছে ইংলিশরা।

ভারত একাদশ (সম্ভাব্য) : বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটরক্ষক), লোকেশ রাহুল/আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, যুবরাজ সিংহ, কেদার যাদব, হৃার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র/রবিচন্দ্রন অশ্বিন,, জসপ্রিত বুমরাহ ও উমেশ যাদব।

ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য) : ইয়োইন মরগান (অধিনায়ক), অ্যালেক্স হেলস, জো রুট, জশ বাটলার (উইকেটরক্ষক), বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ ও লিয়াম প্লাংকেট/লিয়াম ডসন।

সূত্রঃ নয়াদিগন্ত অনলাইন


জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 14 - Rating 4.3 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)