JanaBD.ComLoginSign Up
JanaBD এনড্রয়েড এপ, ডাউনলোড করে সাথে থাকুন । Sms এবং বিভিন্ন টপিক Offline এ Favourite ও Save করে ব্যবহার করুন ।
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

দুর্বল ঘানার কাছে বাংলাদেশের হার!

অনান্য খেলা 25th Feb 2017 at 10:10pm 534
দুর্বল ঘানার কাছে বাংলাদেশের হার!

৪ মার্চ থেকে বাংলাদেশে শুরু হচ্ছে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড। এ টুনামেন্টকে সামনে রেখে কঠোর অনুশীলে ব্যস্ত বাংলাদেশ হকি দল। অনুশীলনের অংশ হিসেবে ঘানার সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে অলিভার কার্টজের শিষ্যরা। সে ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ঘানা কাছে ২-০ গোলের ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ।

২৫ ফেব্রয়ারি শনিবার বিকাল পোনে ৫টায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম মুখোমুখি হয় দুই দল। বাংলাদেশ থেকে র‌্যাংকিংয়ে ছয় ধাপ পেছনে রয়েছে দলটি।

ম্যাচে জিমি-চয়নরা পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখলেও মিসের মহড়ায় ম্যাচ হাত থেকে ফসকে গিয়েছে। ম্যাচের শুরুতেই আচমকা শটে গোল খেয়ে বসে জিমিরা।

গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়ায়। এরপরেই অবশ্য ম্যাচের লাগাম টেনে ধরে বাংলাদেশ। সুযোগের পর সুযোগ সৃষ্টি করেও গোলের দেখা পায়নি। দুটি গোলই করেছে ঘানার স্ট্রাইকার সাদ্রাকিক বাহ। পুরো ম্যাচে পাঁচটি পেনাল্টি কর্নার পায় আশরাফুলরা। তার একটিও কাজে লাগাতে পারেনি তারা।

JanaBD এনড্রয়েড এপ, ডাউনলোড করে সাথে থাকুন । Sms এবং বিভিন্ন টপিক Offline এ Favourite ও Save করে ব্যবহার করুন ।

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 33 - Rating 5.2 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)