JanaBD.ComLoginSign Up

আয় বেহেশত কে যাবি আয় - কাজী নজরুল ইসলাম

ধর্মীয় কবিতা 28th Feb 17 at 11:54pm 2,182
আয় বেহেশত কে যাবি আয় - কাজী নজরুল ইসলাম

আয় বেহেশতে কে যাবি আয়
প্রানের বুলন্দ দরওয়াজায়,
'তাজা-ব-তাজা'র গাহিয়া গান
চির-তরুণের চির-মেলায়।
আয় বেহেশতে কে যাবি আয়।।

যুবা-যুবতীর সে-দেশে ভিড়,
সেথা যেতে নারে বুঢঢা পীর,
শাস্ত্র-শকুন জ্ঞান-মজুর
যেতে নারে সেই হুরী-পরীর
শরাব সাকীর গুলিস্তাঁয়।
আয় বেহেশ্তে কে যাবি আয়।।

সেথা হর্দম খুশীর মৌজ,
তীর হানে কালো-আঁখির ফৌজ,
পায়ে পায়ে সেখা আরজি পেশ,
দিল চাহে সদা দিল-আফরোজ,
পিরানে পরান বাধা সেথায়,
আয় বেহেশতে কে যাবি আয়।।

করিল না যারা জীবনে ভুল
দলিল না কাঁটা, ছেঁড়েনি ফুল,
দারোয়ান হয়ে সারা জীবন
আগুলিল বেড়া, ছুঁল না গুল,-
যেতে নারে তারা এ-জলসায়।
আয় বেহেশতে কে যাবি আয়।।

বুড়ো নীতিবিদ-নুড়ির প্রায়
পেল না ক' এক বিন্দু রস
চিরকাল জলে রহিয়া হায়!-
কাঁটা বিঁধে যার ক্ষত আঙুল
দোলে ফুলমালা তারি গলায়।
আয় বেহেশতে কে যাবি আয়।।

তিলে তিলে এক্যারা পীষে মারে
অপরের সাথে আপনারে,
ধরণীর ঈদ-উৎসবে
রোজা রেখে প'ড়ে থাকে দ্বারে,
কাফের তাহারা এ ইদগায়!
আয় বেহেশতে কে যাবি আয়।।

বুলবুল গেয়ে ফেরে বলি'
যাহারা শাসায়ে ফুলবনে
ফুটিতে দিল না ফুলকলি;
ফুটিলে কুসুম পায়ে দলি'
মারিয়াছে, পাছে বাস বিলায়!
হারাম তা'রা এ -মুশায়েরায়!
আয় বেহেশতে কে যাবি আয়।।

হেথা কোলে নিলে দিলরুবা
শারাবী গজল গাহে যুবা,
প্রিয়ার বে-দাগ কপোলে গো
এঁকে দেয় তিল মনোলোভা,
প্রেমের পাপীর এ-মোজরায়।
আয় বেহেশতে কে যাবি আয়।।

আসিতে পারে না হেথা বে-দীন
মৃত প্রান-হীন জরা-মলিন।
নৌ-জোয়ানীর এ-মহফিল
খুন ও শরাব হেথা অ-ভিন
হেথা ধনু বাঁধা ফুলমালায়!
আয় বেহেশতে কে যাবি আয়।।

পেয়ালায় হেথা শহীদি খুন
তলোয়ার-চোঁয়া তাজা তরুণ
আঙ্গুর-হৃদি চূয়ানো গো
গেলাসে শরাব রাঙা অরুণ।
শহীদে প্রেমিকে ভিড় হেথায়।
আয় বেহেশতে কে যাবি আয়।।

প্রিয়া-মুখে হেথা দেখি গো চাঁদ,
চাঁদে হেরি প্রিয়-মুখের ছাঁদ।
সাধ ক'রে হেথা করি গো পাপ,
সাধ করে বাঁধি বালির বাঁধ,
এ রস-সাগরে বালু-বেলায়!
আয় বেহেশতে কে যাবি আয়।।

Googleplus Pint
Like - Dislike Votes 168 - Rating 4.6 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি
খেয়া-পারের তরণী - কাজী নজরুল ইসলাম খেয়া-পারের তরণী - কাজী নজরুল ইসলাম
7th Jun 17 at 12:37am 938
প্রভু তোমা লাগি আঁখি জাগে - রবীন্দ্রনাথ ঠাকুর প্রভু তোমা লাগি আঁখি জাগে - রবীন্দ্রনাথ ঠাকুর
29th Mar 17 at 12:14am 1,266
হিন্দু-মুসলমান - জীবনানন্দ দাশ হিন্দু-মুসলমান - জীবনানন্দ দাশ
14th Dec 16 at 11:26pm 1,551
প্রভু, নষ্ট হয়ে যাই - শক্তি চট্টোপাধ্যায় প্রভু, নষ্ট হয়ে যাই - শক্তি চট্টোপাধ্যায়
12th Nov 16 at 2:01pm 1,230
পাবো প্রেম কান পেতে রেখে - শক্তি চট্টোপাধ্যায় পাবো প্রেম কান পেতে রেখে - শক্তি চট্টোপাধ্যায়
12th Nov 16 at 2:00pm 1,486
দরোজা - দেওয়ান মমিনুল মউজদীন দরোজা - দেওয়ান মমিনুল মউজদীন
12th Nov 16 at 1:59pm 775
একটি নমস্কারে, প্রভু - রবীন্দ্রনাথ ঠাকুর - গীতাঞ্জলি একটি নমস্কারে, প্রভু - রবীন্দ্রনাথ ঠাকুর - গীতাঞ্জলি
18th Oct 16 at 5:25pm 1,060
মুক্তি - রবীন্দ্রনাথ ঠাকুর মুক্তি - রবীন্দ্রনাথ ঠাকুর
18th Oct 16 at 5:24pm 989

পাঠকের মন্তব্য (1)

Recent Posts আরও দেখুন
শচীনের যে রেকর্ডগুলি ভেঙে দিতে পারেন বিরাটশচীনের যে রেকর্ডগুলি ভেঙে দিতে পারেন বিরাট
চলতি বছরে যে ৮টি সিরিজ খেলবে বাংলাদেশ, দেখে নিন সূচিচলতি বছরে যে ৮টি সিরিজ খেলবে বাংলাদেশ, দেখে নিন সূচি
৪টি ঝকঝকে স্মার্টফোনে বছর মাতাবে নকিয়া৪টি ঝকঝকে স্মার্টফোনে বছর মাতাবে নকিয়া
নকিয়ার ফোনে ‘ডিএসএলআর ক্যামেরা’নকিয়ার ফোনে ‘ডিএসএলআর ক্যামেরা’
১০ ইঞ্চির ট্যাব আনছে স্যামসাং১০ ইঞ্চির ট্যাব আনছে স্যামসাং
ফেসবুকে ‘সিক্রেট চ্যাট’ করতে চান?ফেসবুকে ‘সিক্রেট চ্যাট’ করতে চান?
‘এক নম্বরে’ ইতিহাসের সর্বকনিষ্ঠ রশিদ খান‘এক নম্বরে’ ইতিহাসের সর্বকনিষ্ঠ রশিদ খান
মেসির অপেক্ষার অবসানমেসির অপেক্ষার অবসান