JanaBD.ComLoginSign Up

ছোটবেলা থেকে খেলছেন এই সাপলুডো খেলা কিন্তু এর রহস্য জানেন কি?

জানা অজানা 8th Mar 2017 at 11:16pm 835
ছোটবেলা থেকে খেলছেন এই সাপলুডো খেলা কিন্তু এর রহস্য জানেন কি?

কে না খেলেছি সেই খেলা! ছোটবেলায় লুডোর বোর্ডের পরের পাতাটাই ছিল প্রথমটার থেকে বেশি আকর্যণীয়। সাপলুডো আজ এই ডিজিটাল যুগেও তার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি।

কিন্তু এই খেলার মধ্যে যে এক গভীর রহস্য লুকিয়ে রয়েছে, সে কথা আমরা কি জানতাম? আজও কি জানি, এই খেলা আদ্যন্ত এক আধ্যাত্মিক খেলা?

সব থেকে বিস্ময় জাগে যখন জানা যায়, সাপলুডোর উৎস ভারতেই। এবং এর উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের মোক্ষ সম্পর্কে সচেতন করা।

দেখা যাক এই খেলার রহস্য—

• সাপলুডোর আদি ভারতীয় নাম ‘মোক্ষপট’। প্রাচীন ভারতে এর জন্ম। কিন্তু ১৯ শতকের শেষদিকে ইংরেজরা এই খেলাকে নিজেদের ছাঁচে ঢালাই করে।

• সাপলুডো আসলে মোক্ষের রাস্তা বাতলায়। এখানে ছক্কার দানকে ‘কর্ম’ হিসেবে ধরতে হয়।

• সাপ আসলে পাপের প্রতীক। তার মুখে পড়লে পতন অনিবার্য।

প্রাচীন ভারতীয় মোক্ষপট

• অবশ্যম্ভাবী ভাবে মইগুলি পুণ্যকর্মকে বোঝায়। তাতে চড়লে মোক্ষের পথ সহজ হয়।

• বার বার সাপ ও মইতে ওঠা-নামা জন্মান্তরচক্রের কথা বলে। কর্মফল অনুযায়ী উত্থান অথবা পতন নির্ধারিত হয়।

• ছকের চূড়ান্ত স্তরে রয়েছে মোক্ষ। সেই ঘরের নম্বর ১০০। এটা পূর্ণতার প্রতীক, সমগ্রের প্রতীক। এখানে পৌঁছতে পারলে পুনর্জন্মচক্র থেকে মুক্তি। জাগতিক পাপ-পুণ্যের হিসেব থেকেও মুক্তি।

• আদিতে এই খেলায় সাপের মুখগুলিতে কোন কোন পাপের ফলে পতন ঘটছে, তাদের নামগুলি লেখা থাকত। লেখা থাকত মইয়ের গায়ে পুণ্যকর্মগুলির নামও।-এবেলা

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 15 - Rating 6 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)