JanaBD.ComLoginSign Up

অ্যান্ড্রয়েড ফোনে ডিলিট হওয়া ছবি ফেরত পেতে জেনে নিন এই কৌশল

মোবাইল টিপস 16th Mar 17 at 6:37pm 2,167
অ্যান্ড্রয়েড ফোনে ডিলিট হওয়া ছবি ফেরত পেতে জেনে নিন এই কৌশল

স্মার্টফোনের জগতে এখন অ্যান্ড্রয়েড ফোনেরই রমরমা। জেনে নিন, অ্যান্ড্রয়েড ফোনে ডিলিট হয়ে যাওয়া ফোটো বা ভিডিও উদ্ধারের কৌশলটা।

অ্যান্ড্রয়েড ফোনের ছবি এবং ভিডিওগুলো কোথায় স্টোর করছেন তা আগে জেনে নিন। যদি, ছবি বা ভিডিওগুলি মেমরিকার্ডে স্টোর থাকে, তা হলে অসুবিধা নেই।

এখান থেকে ছবি ডিলিট হয়ে গেলে অনলাইন থেকে একাধিক ‘রিকভার সফটওয়্যার’-এর সাহায্য নিতে পারেন। এরমধ্যে যেমন আছে ‘রেকুভা’ নামে একটি রিকভারিং সফটওয়্যার।

অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারন্যাল মেমরি বা ফোন মেমরি থেকে ছবি অথবা ভিডিও ডিলিট হলে চিন্তার বিষয়। এক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও আশা জোগাতে পারে ‘ডিস্ক ডিগার অ্যাপ’।

তবে এই অ্যাপ ব্যবহার করার আগে সতর্কীকরণটা মাথায় রাখুন। কারণ, ‘ডিস্ক ডিগার অ্যাপ’ রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইস-এর ক্ষেত্রেই কাজ করবে। কী করে অ্যান্ড্রয়েড ফোনকে রুট করতে হবে, তার জন্য অনলাইনে একাধিক টিউটোরিয়াল রয়েছে।

অ্যান্ড্রয়েড মোবাইলে যখন কোনও ফাইল ডিলিট হয়, তখন সিস্টেমে শুধু তথ্যগুলো মুছে যায়। যতক্ষণ না পর্যন্ত ওই ফাইল স্পেসে অন্যকিছু ওভাররাইট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তা পুনরুদ্ধার করার সম্ভাবনা থাকে।

তাই, ডিলিট হওয়া ফাইল উদ্ধার না হওয়া পর্যন্ত কোনও ধরনের সিস্টেম আপডেশন বা ফোন মেমরিতে ছবি সেভ, ডকুমেন্ট ফাইল সেভ করবেন না। গুগল প্লে-স্টোর থেকেই পেয়ে যাবেন ‘ডিস্ক ডিগার’ অ্যাপ।

ডাউনলোড সম্পূর্ণ হলে ‘ডিস্ক ডিগার’ অ্যাপটি ওপেন করুন। এবং যে স্থান থেকে ফাইল ডিলিট হয়েছে সেটাকে চিহ্নিত করুন।

ফাইল টাইপ সিলেক্ট করুন। যেমন— জেপিজি, না পিএনজি না এমপি ফোর। ওকে বাটনে ক্লিক করুন এবং এর পর অ্যাপটি ডিলিট ফোটোর সন্ধানে স্ক্যান করবে।

স্ক্যান শেষ হলে, ‘ডিস্ক ডিগার’ ডিলিট ফাইলের তালিকা দেখাবে। এরপর সেভ বাটনে ক্লিক করতে হবে। কোথায় ফাইলগুলি সেভ করবেন, সেই জায়গাটা দেখিয়ে দিতে হবে।

তথ্যসূত্রঃ এবেলা

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 70 - Rating 5.6 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি
এই ভয়ঙ্কর অ্যাপগুলি এখনই মোবাইল থেকে সরিয়ে ফেলুন এই ভয়ঙ্কর অ্যাপগুলি এখনই মোবাইল থেকে সরিয়ে ফেলুন
05 Feb 2018 at 7:06pm 1,796
স্মার্টফোন পানিতে পড়লে করণীয় স্মার্টফোন পানিতে পড়লে করণীয়
28 Jan 2018 at 2:38pm 583
ফোনের হারিয়ে যাওয়া তথ্য পুনরুদ্ধার করবেন যেভাবে ফোনের হারিয়ে যাওয়া তথ্য পুনরুদ্ধার করবেন যেভাবে
27 Jan 2018 at 3:37pm 816
জেনে নিন গুরুত্বপূর্ণ ৮ অ্যানড্রয়েড সেটিংস জেনে নিন গুরুত্বপূর্ণ ৮ অ্যানড্রয়েড সেটিংস
24 Jan 2018 at 1:01pm 1,150
স্মার্টফোনের লক ভুলে গেলে করণীয় স্মার্টফোনের লক ভুলে গেলে করণীয়
15 Jan 2018 at 3:49pm 1,750
মোবাইলে যে অ্যাপগুলো এখনই সরানো উচিত মোবাইলে যে অ্যাপগুলো এখনই সরানো উচিত
09 Jan 2018 at 11:08pm 1,151
যে ৫টি কারণে স্লো হয় স্মার্টফোন যে ৫টি কারণে স্লো হয় স্মার্টফোন
30th Dec 17 at 11:51pm 1,073
এই পাঁচ উপায়ে স্মার্টফোনের ব্যাটারি থাকবে সবসময় ফুল এই পাঁচ উপায়ে স্মার্টফোনের ব্যাটারি থাকবে সবসময় ফুল
20th Dec 17 at 2:49pm 1,803

পাঠকের মন্তব্য (0)

Recent Posts আরও দেখুন
পাঁচ তারকা হোটেল ছেড়ে কুঁড়েঘরে শহিদ-শ্রদ্ধা!পাঁচ তারকা হোটেল ছেড়ে কুঁড়েঘরে শহিদ-শ্রদ্ধা!
ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচ নেওয়া ১০ ক্রিকেটারওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচ নেওয়া ১০ ক্রিকেটার
সপরিবারে দাওয়াত আছেসপরিবারে দাওয়াত আছে
ডিরেক্ট সেলস এক্সিকিউটিভ নিচ্ছে আইএফআইসি ব্যাংকডিরেক্ট সেলস এক্সিকিউটিভ নিচ্ছে আইএফআইসি ব্যাংক
বিশ্ব বাজারে ৫০০ কোটি পার করলো 'পদ্মাবত'বিশ্ব বাজারে ৫০০ কোটি পার করলো 'পদ্মাবত'
কোহলি-স্মিথকে পেছনে ফেলে পুরস্কার জিতলেন মুশফিককোহলি-স্মিথকে পেছনে ফেলে পুরস্কার জিতলেন মুশফিক
কে সবচেয়ে অলস?কে সবচেয়ে অলস?
লেডিস টয়লেট স্যার!লেডিস টয়লেট স্যার!