JanaBD.ComLoginSign Up

কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা

আজকের আবহাওয়া 17th Mar 2017 at 10:03am 220
কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় বজ্র/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।

এছাড়া সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়ার এই পূর্বাভাস শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলা ও যশোরে ৩২ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ৬টা ৬ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ৮ মিনিটে।

তথ্যসূত্রঃ আবহাওয়া অধিদফতর

Googleplus Pint
Like - Dislike Votes 12 - Rating 5.8 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)