JanaBD.ComLoginSign Up

সাধারন জ্ঞানের আসর - ৯৪তম পর্ব

সাধারণ জ্ঞান Mar 18 at 10:58am 1,126
সাধারন জ্ঞানের আসর - ৯৪তম পর্ব

১. প্রশ্ন : পৃথিবীর সংক্ষিপ্ত সীমান্ত কোনটি?
উত্তর : জিব্রাল্টার ও স্পেন।

২. প্রশ্ন : পৃথিবীর সংক্ষিপ্ত সীমান্তের দৈর্ঘ্য কত?
উত্তর : ১.৫৩ কিলোমিটার।

৩. প্রশ্ন : পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্র সীমান্ত কোনটি?
উত্তর : ভ্যাটিকান সিটি ও রোম।

৪. প্রশ্ন : দ্বিতীয় ক্ষুদ্র সীমান্তের দৈর্ঘ্য কত?
উত্তর : ৪.০৭ কিলোমিটার।

৫. প্রশ্ন : আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
উত্তর : রাশিয়া।

৬. প্রশ্ন : কোন দেশের রাজধানীকে বিভক্ত রাজধানী বলে?
উত্তর : নেদারল্যান্ড।

৭. প্রশ্ন : কোন দেশের তিনটি রাজধানী?
উত্তর : দক্ষিণ আফ্রিকা।

৮. প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার তিনটি রাজধানীর নাম কী?
উত্তর : প্রিটোরিয়া, কেপটাউন ও ব্লমফনটেন।

৯. প্রশ্ন : সৌরজগত সর্বপ্রথম কে আবিষ্কার করেন?
উত্তর : কোপারনিকাস।

১০. প্রশ্ন : সৌরজগত সর্বপ্রথম কবে আবিষ্কার করা হয়?
উত্তর : ১৫৪০ সালে।

১১. প্রশ্ন : সর্বপ্রথম এভারেস্ট কে জয় করেন?
উত্তর : হিলারি তেনজিং।

১৩. প্রশ্ন : হিলারি তেনজিং কত সালে এভারেস্ট জয় করেন?
উত্তর : ১৯৫৩ সালে।

১৪. প্রশ্ন : সর্বপ্রথম কোন নারী এভারেস্ট জয় করেন?
উত্তর : জনাকো তাবেই।

১৫. প্রশ্ন : জনাকো তাবেই কত সালে এভারেস্ট জয় করেন?
উত্তর : ১৯৭৫ সালে।

১৬. প্রশ্ন : ভারতে যাওয়ার সমুদ্রপথ কে আবিষ্কার করেন?
উত্তর : ভাস্কো দা গামা।

১৭. প্রশ্ন : প্রথম চাঁদ প্রদক্ষিণ করেন কে?
উত্তর : ফ্রাঙ্ক বরম্যান ও অ্যান্ডারস।

১৮. প্রশ্ন : প্রথম কত সালে চাঁদ প্রদক্ষিণ করা হয়?
উত্তর : ১৬৬৮ সালে।

১৯. প্রশ্ন : ট্যাঙ্গানিকা হ্রদ কে আবিষ্কার করেন?
উত্তর : ক্যাপ্টেন জন স্পেক।

২০. প্রশ্ন : ট্যাঙ্গানিকা হ্রদ কত সালে আবিষ্কার করা হয়?
উত্তর : ১৮৫৬ সালে।

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 48 - Rating 6 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি
সাধারন জ্ঞানের আসর - ১৩৮তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৩৮তম পর্ব
Sep 28 at 2:02pm 723
সাধারন জ্ঞানের আসর - ১৩৭তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৩৭তম পর্ব
Sep 24 at 3:12pm 713
সাধারন জ্ঞানের আসর - ১৩৬তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৩৬তম পর্ব
Sep 22 at 5:02pm 574
সাধারন জ্ঞানের আসর - ১৩৫তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৩৫তম পর্ব
Sep 20 at 1:01pm 661
সাধারন জ্ঞানের আসর - ১৩৪তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৩৪তম পর্ব
Sep 10 at 9:51am 943
বিভিন্ন বিষয়ের জনকের নাম জেনে নিন এখান থেকে বিভিন্ন বিষয়ের জনকের নাম জেনে নিন এখান থেকে
Sep 10 at 8:51am 795
জেনে নিন বিভিন্ন বিষয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যক্তিদের নাম জেনে নিন বিভিন্ন বিষয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যক্তিদের নাম
Sep 05 at 8:41am 1,391
সাধারন জ্ঞানের আসর - ১৩৩তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৩৩তম পর্ব
Sep 05 at 8:33am 792

পাঠকের মন্তব্য (0)

Recent Posts আরও দেখুন

অক্ষয় নয়, ‘সিং ইজ কিং’-এর সিক্যুয়েলে রণবীর
বীরেন্দ্র সেহবাগের কাছে যে কারণে ‘ভিক্ষে’ চেয়েছিলেন শোয়েব!
একনজরে দেখুন,টেস্ট-ওয়ানডে-টি-২০'র নতুন র‌্যাঙ্কিংয়ে কোন দল কোথায়
দীর্ঘজীবী হতে চাইলে নিয়মিত খেতে হবে এই ৮টি ভেষজ খাদ্য
আনন্দ করার সুযোগ দাও
প্রধান শিক্ষকের ধর্ষণে অন্ত:সত্ত্বা নবম শ্রেনীর ছাত্রী, তারপর একি কান্ড!
নিজের গোপন প্রেমের কথা প্রকাশ্যে জানালেন সালমান খান
দুই দিনে আমিরের আয় ১৩ কোটি, একদিনেই অজয় নিল ৩৪ কোটি!