JanaBD.ComLoginSign Up

সাধারন জ্ঞানের আসর - ৯৪তম পর্ব

সাধারণ জ্ঞান 18th Mar 17 at 10:58am 1,174
সাধারন জ্ঞানের আসর - ৯৪তম পর্ব

১. প্রশ্ন : পৃথিবীর সংক্ষিপ্ত সীমান্ত কোনটি?
উত্তর : জিব্রাল্টার ও স্পেন।

২. প্রশ্ন : পৃথিবীর সংক্ষিপ্ত সীমান্তের দৈর্ঘ্য কত?
উত্তর : ১.৫৩ কিলোমিটার।

৩. প্রশ্ন : পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্র সীমান্ত কোনটি?
উত্তর : ভ্যাটিকান সিটি ও রোম।

৪. প্রশ্ন : দ্বিতীয় ক্ষুদ্র সীমান্তের দৈর্ঘ্য কত?
উত্তর : ৪.০৭ কিলোমিটার।

৫. প্রশ্ন : আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
উত্তর : রাশিয়া।

৬. প্রশ্ন : কোন দেশের রাজধানীকে বিভক্ত রাজধানী বলে?
উত্তর : নেদারল্যান্ড।

৭. প্রশ্ন : কোন দেশের তিনটি রাজধানী?
উত্তর : দক্ষিণ আফ্রিকা।

৮. প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার তিনটি রাজধানীর নাম কী?
উত্তর : প্রিটোরিয়া, কেপটাউন ও ব্লমফনটেন।

৯. প্রশ্ন : সৌরজগত সর্বপ্রথম কে আবিষ্কার করেন?
উত্তর : কোপারনিকাস।

১০. প্রশ্ন : সৌরজগত সর্বপ্রথম কবে আবিষ্কার করা হয়?
উত্তর : ১৫৪০ সালে।

১১. প্রশ্ন : সর্বপ্রথম এভারেস্ট কে জয় করেন?
উত্তর : হিলারি তেনজিং।

১৩. প্রশ্ন : হিলারি তেনজিং কত সালে এভারেস্ট জয় করেন?
উত্তর : ১৯৫৩ সালে।

১৪. প্রশ্ন : সর্বপ্রথম কোন নারী এভারেস্ট জয় করেন?
উত্তর : জনাকো তাবেই।

১৫. প্রশ্ন : জনাকো তাবেই কত সালে এভারেস্ট জয় করেন?
উত্তর : ১৯৭৫ সালে।

১৬. প্রশ্ন : ভারতে যাওয়ার সমুদ্রপথ কে আবিষ্কার করেন?
উত্তর : ভাস্কো দা গামা।

১৭. প্রশ্ন : প্রথম চাঁদ প্রদক্ষিণ করেন কে?
উত্তর : ফ্রাঙ্ক বরম্যান ও অ্যান্ডারস।

১৮. প্রশ্ন : প্রথম কত সালে চাঁদ প্রদক্ষিণ করা হয়?
উত্তর : ১৬৬৮ সালে।

১৯. প্রশ্ন : ট্যাঙ্গানিকা হ্রদ কে আবিষ্কার করেন?
উত্তর : ক্যাপ্টেন জন স্পেক।

২০. প্রশ্ন : ট্যাঙ্গানিকা হ্রদ কত সালে আবিষ্কার করা হয়?
উত্তর : ১৮৫৬ সালে।

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 51 - Rating 6.1 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি
সাধারন জ্ঞানের আসর - ১৪৯তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৪৯তম পর্ব
28 Jan 2018 at 10:55pm 1,071
সাধারন জ্ঞানের আসর - ১৪৮তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৪৮তম পর্ব
14 Jan 2018 at 2:09pm 1,471
সাধারণ জ্ঞানের আসর ১৪৭তম পর্ব সাধারণ জ্ঞানের আসর ১৪৭তম পর্ব
22nd Dec 17 at 10:27am 1,161
সাধারণ জ্ঞানের আসর ১৪৬তম পর্ব সাধারণ জ্ঞানের আসর ১৪৬তম পর্ব
12th Dec 17 at 6:13pm 1,175
সাধারণ জ্ঞানের আসর ১৪৫তম পর্ব সাধারণ জ্ঞানের আসর ১৪৫তম পর্ব
10th Dec 17 at 6:04pm 1,017
সাধারণ জ্ঞানের আসর ১৪৪তম পর্ব সাধারণ জ্ঞানের আসর ১৪৪তম পর্ব
7th Dec 17 at 10:17pm 893
সাধারণ জ্ঞানের আসর ১৪৩তম পর্ব সাধারণ জ্ঞানের আসর ১৪৩তম পর্ব
6th Dec 17 at 6:45am 701
সাধারন জ্ঞানের আসর - ১৪২তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৪২তম পর্ব
16th Nov 17 at 8:14am 1,128

পাঠকের মন্তব্য (0)

Recent Posts আরও দেখুন
মজার যত ধাঁধা - ১৩তম পর্বমজার যত ধাঁধা - ১৩তম পর্ব
মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকমাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিক
এটা তোর এটা আমারএটা তোর এটা আমার
৬০ হাজার টাকা বেতনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি৬০ হাজার টাকা বেতনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি
অফিসে প্রেমের ক্ষেত্রে যেসব কথা বলবেন নাঅফিসে প্রেমের ক্ষেত্রে যেসব কথা বলবেন না
নেইমার-কাভানির গোলে পিএসজির বড় জয়নেইমার-কাভানির গোলে পিএসজির বড় জয়
৬ হাজারের মাইলফলকের সামনে রিয়াল৬ হাজারের মাইলফলকের সামনে রিয়াল
বিরাট কোহলির অবিশ্বাস্য ১০ রেকর্ডবিরাট কোহলির অবিশ্বাস্য ১০ রেকর্ড