JanaBD.ComLoginSign Up

Bangla Love Sms

রাতে জন্ম নেয়া শিশুরা কেন ব্যতিক্রম? জেনে নিন

লাইফ স্টাইল 20th Mar 17 at 9:59am 439
রাতে জন্ম নেয়া শিশুরা কেন ব্যতিক্রম? জেনে নিন

একজন মানুষের জীবন কোন পথে যাবে, তা নাকি জন্মের সময়ের ওপর অনেকাংশেই নির্ভর করে। শুধু তুই নয়, যে শিশু রাতে জন্মায় তাদের স্বভাব দিনে জন্ম নেয়া অন্য শিশুদের থেকে একেবারে আলাদা হয়।

এর প্রমাণও পেয়েছেন বিশেষজ্ঞরা। বৈদিক জ্ঞান এবং জ্যোতিষশাস্ত্রেও এমনটাই মনে করা হয়।

রাতে জন্ম নেয়া শিশুরা মা নাকি বাবাকে বেশি ভালোবাসবে? পড়ালেখায় কেমন হবে? স্বাভাব ভাল হবে নাকি খারাপ? এই সব কিছুই নির্ভর করে জন্মের সময়ের ওপর।

বিশেষজ্ঞদের মতে, সূর্য ডোবার পর এবং চাঁদের উপস্থিতিতে যাদের জন্ম, তারা কেমন স্বভাবের হতে পারে তা নিম্নে দেয়া হল;

* যে শিশুরা রাতে জন্মায় তারা বাবার তুলনায় মাকে বেশি ভালবাসে।

* রাতে জন্ম নেয়া শিশুরা খুব ভাবুক এবং কল্পণাপ্রবণ হয়। যে কারণে শিল্পকলার প্রতি, বিশেষত গান এবং পেন্টিংয়ের দিকে এদের আলাদাই একটা টান থাকে।

* এরা খুব দূরদর্শী হয়ে থাকে।

* ওই শিশুরা বড় হলেও তাদের ছোট ছোট বিষয়ের দিকে নজর থাকে, বিশেষত যখন সিদ্ধান্ত নেয়ার সময় আসে, তখন তারা পুঙ্খানুপুঙ্খ বিষয় বিশ্লেষণ করে তবেই শেষ সিদ্ধান্ত নেয়। এরা খুব আত্মবিশ্বাসী হয়।

* দিনের বেলা এরা খুব একটা লোকজনের সঙ্গে মিশতে চায় না, যতটা রাতের বেলা করে থাকেন। বলতে পারেন, রাতে জন্মানোর কারণে এরা ওই সময়ই বেশি অ্যাকটিভ হয়ে ওঠে।

* রাতের বেলা যারা জন্মান তারা বেজায় উৎসাহপ্রবণ এবং ভোলা মনের হয়ে থাকে।

* এরা কল্পণাপ্রবণ হওয়ার কারণে ক্রিয়েটিভ ফিল্ডে খুব সুনাম অর্জন করে।

* রাতে জন্ম নেয়ারা খুব জ্ঞানী হয়। বন্ধুভাগ্যও এদের বেশ ভালো থাকে।

* এরা খুব সমালোচকও হয়।তাদের চারপাশের মানুষদের কী ঘটছে সে বিষয়েও এদের খুব নজর থাকে।

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 24 - Rating 5.8 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি
বিয়ে করতে চাইলে যেসব বিষয় মাথায় রাখা উচিত বিয়ে করতে চাইলে যেসব বিষয় মাথায় রাখা উচিত
19 Apr 2018 at 11:02am 632
অতিরিক্ত রাগ নষ্ট করতে পারে সম্পর্ক অতিরিক্ত রাগ নষ্ট করতে পারে সম্পর্ক
18 Apr 2018 at 3:57pm 339
মেয়েদের নিয়ে যেসব ভুল ধারণা রয়েছে পুরুষদের! মেয়েদের নিয়ে যেসব ভুল ধারণা রয়েছে পুরুষদের!
17 Apr 2018 at 6:09pm 736
যেসব রাশির পুরুষের প্রতি দুর্বল মেয়েরা! যেসব রাশির পুরুষের প্রতি দুর্বল মেয়েরা!
17 Apr 2018 at 6:06pm 577
দাম্পত্য জীবন মধুর করতে গড়ুন ৬টি অভ্যাস দাম্পত্য জীবন মধুর করতে গড়ুন ৬টি অভ্যাস
17 Apr 2018 at 12:18pm 430
নারীর যে ৭ গুণে মুগ্ধ হয় পুরুষ নারীর যে ৭ গুণে মুগ্ধ হয় পুরুষ
15 Apr 2018 at 12:16pm 587
যেসব রোগ থেকে মুক্তি দিবে বিয়ে যেসব রোগ থেকে মুক্তি দিবে বিয়ে
13 Apr 2018 at 10:58am 1,053
বান্ধবীর সঙ্গে প্রেমিকের সাক্ষাতে হতে পারে বিপত্তি বান্ধবীর সঙ্গে প্রেমিকের সাক্ষাতে হতে পারে বিপত্তি
06 Apr 2018 at 1:49pm 574

পাঠকের মন্তব্য (0)

Recent Posts আরও দেখুন
অপরিচিত কোনো পুরুষকে কোনো নারী সালাম দিতে পারবে কী?অপরিচিত কোনো পুরুষকে কোনো নারী সালাম দিতে পারবে কী?
পালক পুত্রকে বুকের দুধ খাওয়ানো কী পাপ?পালক পুত্রকে বুকের দুধ খাওয়ানো কী পাপ?
মেয়েদের জান্নাত কি মায়ের পায়ের নীচে না স্বামীর পায়ের নীচে?মেয়েদের জান্নাত কি মায়ের পায়ের নীচে না স্বামীর পায়ের নীচে?
শুটিং করতে গিয়ে আহত অক্ষয় কুমারশুটিং করতে গিয়ে আহত অক্ষয় কুমার
বিধবা হবার পরেও কেন এখনো সিঁদুর পরেন রেখা?বিধবা হবার পরেও কেন এখনো সিঁদুর পরেন রেখা?
সালমানের সবচেয়ে কাছের বন্ধু সুনীল গ্রোভারসালমানের সবচেয়ে কাছের বন্ধু সুনীল গ্রোভার
শেবাগ আমাকে ভিড়িয়ে আইপিএলকে বাঁচিয়েছেন: গেইলশেবাগ আমাকে ভিড়িয়ে আইপিএলকে বাঁচিয়েছেন: গেইল
নামাজে হাত, পা ও চোখ কখন কী অবস্থায় রাখতে হয়?নামাজে হাত, পা ও চোখ কখন কী অবস্থায় রাখতে হয়?