JanaBD.ComLoginSign Up

রাতে জন্ম নেয়া শিশুরা কেন ব্যতিক্রম? জেনে নিন

লাইফ স্টাইল 20th Mar 2017 at 9:59am 266
রাতে জন্ম নেয়া শিশুরা কেন ব্যতিক্রম? জেনে নিন

একজন মানুষের জীবন কোন পথে যাবে, তা নাকি জন্মের সময়ের ওপর অনেকাংশেই নির্ভর করে। শুধু তুই নয়, যে শিশু রাতে জন্মায় তাদের স্বভাব দিনে জন্ম নেয়া অন্য শিশুদের থেকে একেবারে আলাদা হয়।

এর প্রমাণও পেয়েছেন বিশেষজ্ঞরা। বৈদিক জ্ঞান এবং জ্যোতিষশাস্ত্রেও এমনটাই মনে করা হয়।

রাতে জন্ম নেয়া শিশুরা মা নাকি বাবাকে বেশি ভালোবাসবে? পড়ালেখায় কেমন হবে? স্বাভাব ভাল হবে নাকি খারাপ? এই সব কিছুই নির্ভর করে জন্মের সময়ের ওপর।

বিশেষজ্ঞদের মতে, সূর্য ডোবার পর এবং চাঁদের উপস্থিতিতে যাদের জন্ম, তারা কেমন স্বভাবের হতে পারে তা নিম্নে দেয়া হল;

* যে শিশুরা রাতে জন্মায় তারা বাবার তুলনায় মাকে বেশি ভালবাসে।

* রাতে জন্ম নেয়া শিশুরা খুব ভাবুক এবং কল্পণাপ্রবণ হয়। যে কারণে শিল্পকলার প্রতি, বিশেষত গান এবং পেন্টিংয়ের দিকে এদের আলাদাই একটা টান থাকে।

* এরা খুব দূরদর্শী হয়ে থাকে।

* ওই শিশুরা বড় হলেও তাদের ছোট ছোট বিষয়ের দিকে নজর থাকে, বিশেষত যখন সিদ্ধান্ত নেয়ার সময় আসে, তখন তারা পুঙ্খানুপুঙ্খ বিষয় বিশ্লেষণ করে তবেই শেষ সিদ্ধান্ত নেয়। এরা খুব আত্মবিশ্বাসী হয়।

* দিনের বেলা এরা খুব একটা লোকজনের সঙ্গে মিশতে চায় না, যতটা রাতের বেলা করে থাকেন। বলতে পারেন, রাতে জন্মানোর কারণে এরা ওই সময়ই বেশি অ্যাকটিভ হয়ে ওঠে।

* রাতের বেলা যারা জন্মান তারা বেজায় উৎসাহপ্রবণ এবং ভোলা মনের হয়ে থাকে।

* এরা কল্পণাপ্রবণ হওয়ার কারণে ক্রিয়েটিভ ফিল্ডে খুব সুনাম অর্জন করে।

* রাতে জন্ম নেয়ারা খুব জ্ঞানী হয়। বন্ধুভাগ্যও এদের বেশ ভালো থাকে।

* এরা খুব সমালোচকও হয়।তাদের চারপাশের মানুষদের কী ঘটছে সে বিষয়েও এদের খুব নজর থাকে।

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 10 - Rating 6 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)