JanaBD.ComLoginSign Up

ওয়ানডে সিরিজে উইকেটের পেছনে কে?

ক্রিকেট দুনিয়া 21st Mar 2017 at 10:33am 714
ওয়ানডে সিরিজে উইকেটের পেছনে কে?

ব্যাটিংয়ে আরো বেশি মনোযোগ দিতে মুশফিককে উইকেট কিপিং থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।টেস্টে তিনি আগে ব্যাট করতেন ৬ নম্বরে।নতুন সিদ্ধান্তে মুশফিক নামছেন চার নম্বরে।

টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত কী ওয়ানডে সিরিজেও বহাল থাকবে?ওয়ানডে সিরিজেও কী উইকেটের পিছনে থাকবেন না মুশফিকুর রহিম?

নিউজিল্যান্ড সফরে এক টেস্ট ও দুটি ওয়ানডেতে মুশফিকের জায়গায় কিপিংয়ে ছিলেন নুরুল হাসান সোহান। কিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও মোটামুটি ভালো করেছিলেন সোহান। সেই সোহান আছেন শ্রীলঙ্কা সফরেও। লিটন কুমার দাশ প্রথম টেস্টে কিপিং করলেও ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি। জানা গেছে, ওয়ানডে বা টি-২০ সিরিজে তার একাদশে থাকার সম্ভাবনা নেই।

জানা গেছে, ওয়ানডে সিরিজে উইকেটের পিছনে মুশফিকের থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ওয়ানডেতে তার উপর দল পরিচালনার বাড়তি দায়িত্বটা নেই। তাই চাপও নেই। যে কারণে মুশফিকের উপরই কিপিংয়ের দায়িত্ব বর্তানোর ঢের সম্ভাবনা।

লিটনের ইনজুরির কারণে শততম টেস্টে কিপিং করেন মুশফিক।এই ম্যাচে বেশ ভালো কিপিং করে সমালোচনার জবাব দেন তিনি। উইকেটের পিছনে ক্যাচ ছাড়ার দৃশ্য দেখা যায়নি এ ম্যাচে। কিপিং করেছেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে। কিপিং এবং অধিনায়কত্ব করেও ভালো ব্যাট করেছেন তিনি।

টিম ম্যানেজমেন্টের একটা অংশ অবশ্য ওয়ানডে সিরিজেও মুশফিকের কিপিংয়ের বাইরে রাখার পক্ষে। মুশফিকের ব্যাটিং অর্ডার আরো উপরে এনে সোহানকে দিয়ে কিপিং করানোর পক্ষে তারা।

তবে শেষ পর্যন্ত সোহান নন, উইকেটের পিছনে থাকছেন মুশফিকই। টেস্টে কিপিং ছাড়লেও ওয়ানডে কিংবা টি-২০ সিরিজে উইকেটের পিছনেই থাকতে চান তিনি। জানা গেছে, অধিনায়ক মাশরাফিও চান, সোহান নয় উইকেট কিপিংয়ের দায়িত্বটা আপাতত চালিয়ে যান মুশফিক।

সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে কিপিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন মুশফিকই, ব্যাপারটা একরকম নিশ্চিতই।

তথ্যসূত্রঃ ঢাকা টাইমস

Googleplus Pint
Like - Dislike Votes 13 - Rating 5.4 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)