JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

জিহ্বা দিয়ে মিনিটে ৩২ বার ফ্যান থামিয়ে রেকর্ড তরুণীর!

ওয়ার্ল্ড রেকর্ডস 5th Apr 2017 at 9:08am 544
জিহ্বা দিয়ে মিনিটে ৩২ বার ফ্যান থামিয়ে রেকর্ড তরুণীর!

ব্লেডগুলো ধারাল হওয়ার কারণে সাধারণত টেবিল ফ্যানের সামনে এক ধরনের ঢাকনা থাকে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। কারণ দ্রুত বেগে ঘুরতে থাকা ওই ফ্যানের ব্লেডের সামনে কোনো কিছু পড়লে সাথে সাথে কেটে যায়।

তবে ইতালির একটি গেম শো’তে জিহ্বা দিয়ে ধারাল ফ্যানের ব্লেড থামিয়েছেন অস্ট্রেলিয়ান এক নারী। তিনি পেশায় একজন সার্কাস কর্মী। তার নাম জো ইলিস।

নারী সার্কাস কর্মী জো এক মিনিটে ৩২ বার বন্ধ করেছেন খুব দ্রুতবেগে চলা ৩৫ ওয়াটের দুটি ফ্যান। ফ্যানটিকে একবার বন্ধ করতে তার সময় লেগেছে দুই সেকেন্ডেরও কম সময়। হাত দিয়ে ফ্যানের ব্লেড থামাতে গেলেই যেখানে দুর্ঘটনার ভয় থাকে সেখানে তিনি তা বন্ধ করেছেন জিহ্বা দিয়ে। জিহ্বা দিয়ে ফ্যান বন্ধ করে জো ইলিস নাম লিখিয়েছেন গিনেস বুকে।

ওই গেম শো’তে উপস্থিত লোকজন জো ইলিসের এই কাণ্ড দেখে চমকে যান। জিহ্বা দিয়ে ফ্যান বন্ধ করার ভিডিওটি ইউটিউবে প্রকাশের পর রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 18 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)