JanaBD.ComLoginSign Up

গুগলে নিষিদ্ধ পুনম পান্ডের অ্যাপ!

বিবিধ বিনোদন 19th Apr 2017 at 8:17am 90
গুগলে নিষিদ্ধ পুনম পান্ডের অ্যাপ!

বিতর্কিত বলিউড অভিনেত্রী পুনম পান্ডের মোবাইল অ্যাপ লঞ্চ করার একদিনের মাথায় নিষিদ্ধ ঘোষণা করল গুগল।

কয়েকদিন ধরেই নিজের অ্যাপের প্রচারে নানা সাহসী ছবি দিচ্ছিলেন পুনম। গতকাল দুপুরের পর থেকে এই অ্যাপ তার ভক্তরা ডাউনলোড করতে পারবেন বলে জানিয়েছিলেন তিনি।

কিন্তু তারপরই পুনম দেখেন তার টুইটার পেজে ভক্তদের একের পর এক টুইট আসছে। তারা লিখছেন, অ্যাপস ডাউনলোডে সমস্যা হচ্ছে।

প্রথমে ভক্তদের অ্যাপটি কীভাবে ডাউনলোড করতে হবে তা শেখানোর চেষ্টা করছিলেন পুনম। তারপরই তিনি বুঝতে পারেন, তার অ্যাপটির বিষয়বস্তু অশ্লীল হওয়ার কারণে গুগল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাপটি। তবে তারপর তিনি জানান, অ্যানড্রয়েড ব্যবহারকারীরা সরাসরি তার ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। কিন্তু কোনও ব্যবহারকারী যদি গুগল প্লে-স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করার চেষ্টা করেন তাহলে নিষেধাজ্ঞাসূচক মেসেজ পাচ্ছেন।

তবে পুনমের আগে অ্যাপ লঞ্চ করেছেন সোনম কাপুর, দিশা পাটানি, সালমান খান এবং সানি লিওন। কিন্তু সমস্যায় পড়লেন পুনম, কারণ তার অ্যাপের বিষয়বস্তু খোলামেলা পোশাক, নগ্নতা ও অশ্লীলতা।

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)