JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

সনু নিগমকে জুতার মালা পরালে ১০ লাখ টাকা পুরস্কার!

বিবিধ বিনোদন 19th Apr 2017 at 2:24pm 314
সনু নিগমকে জুতার মালা পরালে ১০ লাখ টাকা পুরস্কার!

আজান নিয়ে বিতর্কিত টুইট করে ব্যাপক তোপের মুখে পড়া ভারতীয় গায়ক সনু নিগমের বিরুদ্ধে এবার তোপ দাঁগলেন ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের সহ সভাপতি সৈয়দ শা আতেফ আলি আল কাদেরি।

রাজ্য সংখ্যালঘু পরিষদের প্রবীণ এই নেতা গত মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, কেউ সনু নিগমের মাথা মুড়িয়ে ও তাঁর গলায় পুরনো ছেঁড়া জুতার মালা পরিয়ে ঘোরাতে পারলে, তাকে ১০ লাখ টাকা পুরস্কার দেবেন তিনি।

বুধবার পশ্চিমবঙ্গের গণমাধ্যম এইসময়’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে কাদেরি বলেন, অন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অধিকার কারও নেই। সনু নিগম যা বলেছেন, তা জাতীয়তা বিরোধী।

‘মন্দির থেকে আসা ঘণ্টাধ্বনি নিয়েও কেউ যদি এমন মন্তব্য করেন, সেক্ষেত্রেও আমি একইরকম প্রতিক্রিয়া জানাব’-বলেন সৈয়দ শা আতেফ আলি আল কাদেরি।

এরআগে গত ১৭ এপ্রিল সোমবার সকালে সনু নিগম এক টুইট বার্তায় লেখেন, প্রতিদিন ভোরে আজানের ‘কর্কশ’ শব্দের কারণে ঘুম ভেঙে যায় তার। এজন্য তিনি বিরক্ত হন। তিনি আরও বলেন, ‘মোহাম্মদের সময় তো বিদ্যুৎ ছিল না। এখন মাইক্রোফোনে আজানে সুর অনেক কর্কশ।’ আজানের ধ্বনিকে ‘জোর করে চাপিয়ে দেওয়া’ ধর্ম বলেও উল্লেখ করেন সনু।

তার ওই টুইট বার্তার পর নিজে দেশে ও দেশের বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সনু নিগম।

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)