JanaBD.ComLoginSign Up
JanaBD এনড্রয়েড এপ, ডাউনলোড করে সাথে থাকুন । Sms এবং বিভিন্ন টপিক Offline এ Favourite ও Save করে ব্যবহার করুন ।
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

চ্যাম্পিয়নস ট্রফিতে থাকবেন সোহানও!

ক্রিকেট দুনিয়া 20th Apr 2017 at 2:21pm 206
চ্যাম্পিয়নস ট্রফিতে থাকবেন সোহানও!

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে স্ট্যান্ড বাই হিসেবে কাজী নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে। তবে মূল দলের সঙ্গে থাকবেন তিনি। অতিরিক্ত উইকেট রক্ষক হিসেবে সোহান দলে থাকবেন।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বৃহস্পতিবার চ্যাম্পিয়নস ট্রফি ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেন। তিনি জানান, কাজী নুরুল হাসান সোহানকে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড ১৫ জনের হওয়ায় তাকে স্ট্যান্ডবাই হিসেবে নিয়েছে বিসিবি।

মিনহাজুল বলেন, ‘নুরুল হাসান সোহানকে আমরা অতিরিক্ত উইকেট রক্ষক হিসেবে রেখেছি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে। কোন উইকেট রক্ষকের ইনজুরি সমস্যা হলে তাকে অনতিবিলম্বে রিপ্লেস করা হবে। দলের সাথেই থাকবে সোহান।’

নিউজিল্যান্ড সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে স্কোয়াডে নিয়মিত মুখ ছিলেন কাজী নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ড সিরিজে মুশফিকের ইনজুরিতে সীমিত পরিসরে খেলার সুযোগ হয় তার। তবে শ্রীলঙ্কায় দলের সঙ্গে থেকেও ম্যাচ খেলার সুযোগ পাননি।

তথ্যসূত্রঃ বাংলানিউজ২৪

JanaBD এনড্রয়েড এপ, ডাউনলোড করে সাথে থাকুন । Sms এবং বিভিন্ন টপিক Offline এ Favourite ও Save করে ব্যবহার করুন ।

Googleplus Pint
Like - Dislike Votes 8 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)