JanaBD.ComLoginSign Up

শুক্রবার বাপ্পি-পরীমনির ‘আপন মানুষ’

সিনেমা জগৎ Thu at 6:40pm 174
শুক্রবার বাপ্পি-পরীমনির ‘আপন মানুষ’

শুক্রবার মুক্তি পাচ্ছে বাপ্পি-পরীমনি অভিনীত সিনেমা ‘আপন মানুষ’। সিনেমাটির ট্যাগ লাইনে বলা হচ্ছে এটি বাংলাদেশের খাটি বাংলা সিনেমা। সিনেমাটি নির্মাণ করেছেন শাহ্ আলম। আর প্রযোজনায় আলমগীর খান।

ইমন খান ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির অফিসিয়াল ট্রেলার মুক্তি পাবে ২০ এপ্রিল বৃহস্পতিবার। এমনটাই জানালেন অভিনেতা বাপ্পি। ছবিটির মুক্তির তারিখ নিশ্চিত করে বাপ্পি বলেন, ‘যারা বাংলা ছবি পছন্দ করেন, তাদের বলবো ছবিটা ভাল লাগবে। আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখবেন আশা করি।

শাহ আলম মন্ডল বলেন, ‘আমি বিশ্বাস করি ছবিটি দর্শক পছন্দ করবেন। এখন তো সবাই তামিল আর মাদ্রাজি ছবির নকল দেখে ক্লান্ত হয়ে গেছি। আবার দর্শক সিনেমা হলে কলকাতার শিল্পীদের বাংলা শুনে হাসছেন। আমি এই ছবির মাধ্যমে সবাইকে একটু স্বস্তি দিতে চাই। আমি বিশ্বাস করি দর্শক সব সময় নিজের দেশে নিজেদের গল্পের ছবি দেখতে চায়। আমি বলতে চাই এই ছবিটি আপন দেশের আপন মানুষ, খাঁটি বাংলাদেশি ছবি।’

বাপ্পি-পরীমনি ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন শ্রাবন শাহ, এমিয়া এমি, মিশা সওদাগর, ডি জে সোহেলসহ আরো অনেকে।

তথ্যসূত্রঃ বিডি-প্রতিদিন

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)