JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

চ্যালেঞ্জটা নিতে চান শফিউল

ক্রিকেট দুনিয়া 20th Apr 2017 at 10:25pm 136
চ্যালেঞ্জটা নিতে চান শফিউল

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ও আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের জন্য আজ বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে রয়েছেন শফিউল ইসলাম। ইংল্যান্ডের বিপক্ষে তার সুখস্মৃতি রয়েছে। ২০১০ সালে ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওভারে অসাধারণ বল করে বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন শফিউল ইসলাম। এরপর ২০১১ বিশ্বকাপে বল ও ব্যাট হাতে অবদান রেখে জয় ছিনিয়ে এনেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে।

ইংল্যান্ডের কন্ডিশনে নিঃসন্দেহে শফিউলদের মতো পেসাররা ভালো করবেন। সে কারণেই তাকে স্কোয়াডে রাখা।

চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে থাকার অনুভূতির কথা জানতে চাইলে শফিউল বলেন, ‘ভালো লাগতেছে। প্রতিটি সিরিজের আগেই অঘটন ঘটে। আল্লাহর রহমতে এখন সুস্থ আছি। ভালো লাগছে।’

ইংল্যান্ডের কন্ডিশনের বিষয়ে তিনি বলেন, ‘সুইংয়ের সঙ্গে লাইন লেন্থ খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তুলনায় সেখানে হয়তো সুবিধা পাওয়া যাবে। তবে গুরুত্বপূর্ণ হল লাইন লেন্থ।’

২০১০ সালে ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতির বিষয়ে শফিউল বলেন, ‘অবশ্যই ভালো ফিল করতেছি। ভালো লাগছে। বিপিএলের পর থেকে একটা ছন্দে চলে আসছি। আগের ছন্দটা ফিরে পেয়েছি। এটা ধরে রাখতে পারলে ভালো কিছু হবে।’

নিজেকে প্রমাণ করার বিষয়ে এই পেসার বলেন, ‘প্রধান কথা হল ভালো খেলতে হবে। আমি যে রকম খেলে যাচ্ছি, সেটা খেলে যেতে চাই। দলে থাকলে ভালো কিছু করতে হবে। এই চ্যালেঞ্জটা নিতে চাই।’

তথ্যসূত্রঃ অনলাইন

Googleplus Pint
Like - Dislike Votes 8 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)