JanaBD.ComLoginSign Up
JanaBD এনড্রয়েড এপ, ডাউনলোড করে সাথে থাকুন । Sms এবং বিভিন্ন টপিক Offline এ Favourite ও Save করে ব্যবহার করুন ।
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

আজকের রাশিফল : ২২ এপ্রিল, ২০১৭

আজকের রাশিফল 21st Apr 2017 at 10:04pm 311
আজকের রাশিফল : ২২ এপ্রিল, ২০১৭

[রাশিফল মানা ইসলামে হারাম]
রাসুল (সাঃ) বলেছেনঃ ‘যে ব্যক্তি কোনও জ্যোতিষীর কাছে গেলো ও তাকে কিছু জিজ্ঞেস করলো (ভবিষ্যৎ জানতে চাইলো) চল্লিশ দিন ও রাতের জন্য তার সালাত কবুল হবে না।’ [সহিহ মুসলিম, ভলিউম ৪. পৃষ্ঠা ১২১১. নং ৫৪৪০]

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : বিভিন্নভাবে কাজকর্মে বাধাবিঘœ সৃষ্টির যোগ। সবদিকে বিশেষ চেষ্টা চালিয়ে যান। সুফল পেতে পারেন। শারীরিকভাবে রূপচর্চা করতে পারেন। যাত্রা মধ্যম বলা যায়।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) : কর্মক্ষেত্রে সততা বজায় রাখার চেষ্টা করতে পারেন। তবে নানা সমস্যায়ও পড়তে পারেন। নিজের চেষ্টায় জ্ঞানচর্চায় সাফল্য লাভের যোগ। প্রণয় করতে পারেন। যাত্রা শুভ।

মিথুন (২১ মে-২০ জুন) : শুভ অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। আÍীয় ও জনসমাগম হতে পারে। তবে প্রতিহিংসাপরায়ণ হতে পারেন। ধর্মের প্রতি বিশেষ মনোযোগ রাখুন। যাত্রা মধ্যম।

কর্কট (২১ জুন-২১ জুলাই) : নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কর্মকা-ে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেন শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।

সিংহ (২২ জুলাই-২১ আগস্ট) : বিভিন্নভাবে বিশেষ সমস্যার চূড়ান্ত সমাধান হতে পারে। আনন্দের সঙ্গে কাজ করতে পারেন। দাম্পত্য সুখ লাভ হতে পারে। অর্থসম্পদ লাভ করতে পারেন। যাত্রা মধ্যম।

কন্যা (২২ আগস্ট-২১ সেপ্টেম্বর) :বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।

তুলা (২১ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : কর্মস্থলে আজ ব্যয় বৃদ্ধি পেলেও ভবিষ্যতের জন্য তা সুফল বয়ে আনতে পারে। পারিবারিক দ্বন্দে¡র অবসান হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ধর্মীয় কর্মকা-ে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। বন্ধু ও আÍীয় সমাগম হতে পারে। শারীরিক রক্তপাতের সম্ভাবনা। মানসিকভাবে উদ্বেগ নিতে পারেন। যাত্রা অশুভ।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিত্তি হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আজ কাজের মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে শুভফল পেতে পারেন। তবে ব্যস্ততার ভেতর অতিবাহিত হবে। শুভ প্রণয় হতে পারে। কর্মে বিজয় লাভ করতে পারেন। যাত্রা মধ্যম।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : নানা ক্ষেত্রে সমস্যার সমাধান হতে পারে এবং গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা পাবেন। হঠাৎ করে বিজয় হতে পারে। ধর্মকর্মে মনোযোগ রাখুন। যাত্রা শুভ বলা যায়।

JanaBD এনড্রয়েড এপ, ডাউনলোড করে সাথে থাকুন । Sms এবং বিভিন্ন টপিক Offline এ Favourite ও Save করে ব্যবহার করুন ।

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 15 - Rating 4.7 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)