.
JanaBD.ComLoginSign Up
JanaBD.Com অর্থাৎ এ সাইটে টপিক এবং এসএমএস পোস্ট করার নিয়মাবলী (Updated)

বাণী-বচন : ১৫ মে ২০১৭

স্মরণীয় উক্তি May 15 at 8:33am 364
বাণী-বচন : ১৫ মে ২০১৭

গতির লক্ষ্য এক কিন্তু তাহার পথ অনেক। সব নদীই সাগরের দিকে চলিয়াছে, কিন্তু সবাই এক নদী হইয়া চলে নাই। চলে নাই সে আমাদের ভাগ্য। -রবীন্দ্রনাথ ঠাকুর

স্বার্থ ত্যাগ করিতে হইলে দুঃখকষ্ট সহ্য করিতেই হইবে, ত্যাগ আরাম কেদারায় শুইয়া হয় না। -কাজী নজরুল ইসলাম

বচন
মার মায়াই মায়া
বটের ছায়াই ছায়া।

অর্থ : বটগাছের ছায়ার যেমন তুলনা হয় না, তেমনি মায়ের মমতার কোন তুলনা হয় না- এ কথা বোঝাতে বলা হয়।

……………….

আপন দোষের অন্ত নাই
পরের দোষ কত দিবে ভাই?
অর্থ : নিজের দোষ না দেখে অন্যের দোষ খুঁজলে এ কথা বলা হয়।

কুজনের নাহি লাজ, নাহি অপমান,
সুজনের এক কথা মরণ সমান।
অর্থ : দুষ্টকে কথা দ্বারা শাসন করা যায় না, কিন্তু সুজনকে একটি কথা বললেই যথেষ্ট- এ কথা বোঝাতে বলা হয়।

ঠোঁট ভাঙতেই অতক্ষণ
কাঁনতে লাগলে কতক্ষণ।
অর্থ : কেউ কাউকে কোন অভিযোগ জানাতে গিয়ে ভূমিকা অস্বাভাবিক দীর্ঘ করলে, শ্রোতা পরিহাস করেÑ এ কথা বোঝাতে বলা হয়।

দৌড়ে কি পথ ছাড়ায়
যতক্ষণ যায়, ততক্ষণ জিরায়।
অর্থ : কেউ কোন কাজে তাড়াহুড়া করলে তাকে সতর্ক করতে এ কথা বলা হয়।

আপন থেকে পর ভালা
গতর বিষ থেকে জ্বর ভালা।
অর্থ : শরীরের প্রদাহের চেয়ে যেমন জ্বরের প্রদাহ সহনীয়, তেমনি আপনজনের আঘাতের চেয়ে পরের আঘাত সহনীয়-এ কথা বোঝাতে বলা হয়।

যে জোড়ায়
তার পোড়ায়।
অর্থ : কোন বস্তুর ভাঙ্গনে ওই বস্তুর সৃষ্টিকারী কষ্ট পায়-এ কথা বোঝাতে বলা হয়।

যে করে দুঃখভোগ
তার হয় সুখ-সম্ভোগ।
অর্থ : কর্ম সাধনায় যে দুঃখ বরণ করে, সুখসম্ভোগ তার ভাগ্যে জোটে-এ কথা বোঝাতে বলা হয়।

নয় গাঁ মাগলে যা
এক গাঁ মাগলেও তা।
অর্থ : ভিক্ষার মতো নিন্দনীয় কাজ অল্প করলে যে বদনাম বেশি করলেও সেই একই বদনামÑ এ কথা বোঝাতে বলা হয়।

খল পড়শী নাদান ভাই
তার সাথে বসতি নাই।
অর্থ : খারাপ প্রতিবেশী ও মূর্খ ব্যক্তির সঙ্গে বসতি করতে নেইÑ এ কথা বোঝাতে বলা হয়।

আপন দোষের অন্ত নাই
পরের দোষ কত দিবে ভাই।
অর্থ : ছিদ্রান্বেষী লোকদের সম্পর্কে এ কথা বলা হয়।

JanaBD.Com অর্থাৎ এ সাইটে টপিক এবং এসএমএস পোস্ট করার নিয়মাবলী (Updated)

Googleplus Pint
Like - Dislike Votes 25 - Rating 5.2 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি
অসাধারণ কয়েকটি উক্তি অসাধারণ কয়েকটি উক্তি
Dec 03 at 8:58pm 1,076
বাণী-বচন : ৩০ নভেম্বর ২০১৭ বাণী-বচন : ৩০ নভেম্বর ২০১৭
Nov 30 at 8:06am 392
প্রেম হল - জর্জ বার্নার্ড শ প্রেম হল - জর্জ বার্নার্ড শ
Nov 29 at 11:17am 492
অভাব যখন দরজায় - শেক্সপিয়র অভাব যখন দরজায় - শেক্সপিয়র
Nov 29 at 11:14am 357
সবচেয়ে বড় কষ্টটি - রেদোয়ান মাসুদ সবচেয়ে বড় কষ্টটি - রেদোয়ান মাসুদ
Nov 29 at 11:11am 329
বাণী-বচন : ২৯ নভেম্বর ২০১৭ বাণী-বচন : ২৯ নভেম্বর ২০১৭
Nov 29 at 10:46am 198
বাণী-বচন : ২৮ নভেম্বর ২০১৭ বাণী-বচন : ২৮ নভেম্বর ২০১৭
Nov 28 at 8:32am 211
বিপ্লবী ফিদেল কাস্ত্রোর বিখ্যাত ১০টি বাণী বিপ্লবী ফিদেল কাস্ত্রোর বিখ্যাত ১০টি বাণী
Nov 27 at 8:30am 507

পাঠকের মন্তব্য (0)

Recent Posts আরও দেখুন

হোয়াটসঅ্যাপে এলো পাঁচটি নতুন ফিচারহোয়াটসঅ্যাপে এলো পাঁচটি নতুন ফিচার
বাজারে এলো Oppo’র দুর্দান্ত লুকের এক স্মার্টফোনবাজারে এলো Oppo’র দুর্দান্ত লুকের এক স্মার্টফোন
জেএসসি-জেডিসির ফল প্রকাশ ৩০ ডিসেম্বরজেএসসি-জেডিসির ফল প্রকাশ ৩০ ডিসেম্বর
বিয়ের পিঁড়িতে বিরাট- আনুশকাবিয়ের পিঁড়িতে বিরাট- আনুশকা
‘আমার সঙ্গে তো ব্যাটে বলে মিলতে হবে’‘আমার সঙ্গে তো ব্যাটে বলে মিলতে হবে’
নকিয়ার শক্তিশালী ব্যাটারির ফোন আনলো এয়ারটেলনকিয়ার শক্তিশালী ব্যাটারির ফোন আনলো এয়ারটেল
আজকের এই দিনে : ১২ ডিসেম্বর, ২০১৭আজকের এই দিনে : ১২ ডিসেম্বর, ২০১৭
আজকের রাশিফল : ১২ ডিসেম্বর, ২০১৭আজকের রাশিফল : ১২ ডিসেম্বর, ২০১৭