JanaBD.ComLoginSign Up

বাণী-বচন : ১৫ মে ২০১৭

স্মরণীয় উক্তি May 15 at 8:33am 351
বাণী-বচন : ১৫ মে ২০১৭

গতির লক্ষ্য এক কিন্তু তাহার পথ অনেক। সব নদীই সাগরের দিকে চলিয়াছে, কিন্তু সবাই এক নদী হইয়া চলে নাই। চলে নাই সে আমাদের ভাগ্য। -রবীন্দ্রনাথ ঠাকুর

স্বার্থ ত্যাগ করিতে হইলে দুঃখকষ্ট সহ্য করিতেই হইবে, ত্যাগ আরাম কেদারায় শুইয়া হয় না। -কাজী নজরুল ইসলাম

বচন
মার মায়াই মায়া
বটের ছায়াই ছায়া।

অর্থ : বটগাছের ছায়ার যেমন তুলনা হয় না, তেমনি মায়ের মমতার কোন তুলনা হয় না- এ কথা বোঝাতে বলা হয়।

……………….

আপন দোষের অন্ত নাই
পরের দোষ কত দিবে ভাই?
অর্থ : নিজের দোষ না দেখে অন্যের দোষ খুঁজলে এ কথা বলা হয়।

কুজনের নাহি লাজ, নাহি অপমান,
সুজনের এক কথা মরণ সমান।
অর্থ : দুষ্টকে কথা দ্বারা শাসন করা যায় না, কিন্তু সুজনকে একটি কথা বললেই যথেষ্ট- এ কথা বোঝাতে বলা হয়।

ঠোঁট ভাঙতেই অতক্ষণ
কাঁনতে লাগলে কতক্ষণ।
অর্থ : কেউ কাউকে কোন অভিযোগ জানাতে গিয়ে ভূমিকা অস্বাভাবিক দীর্ঘ করলে, শ্রোতা পরিহাস করেÑ এ কথা বোঝাতে বলা হয়।

দৌড়ে কি পথ ছাড়ায়
যতক্ষণ যায়, ততক্ষণ জিরায়।
অর্থ : কেউ কোন কাজে তাড়াহুড়া করলে তাকে সতর্ক করতে এ কথা বলা হয়।

আপন থেকে পর ভালা
গতর বিষ থেকে জ্বর ভালা।
অর্থ : শরীরের প্রদাহের চেয়ে যেমন জ্বরের প্রদাহ সহনীয়, তেমনি আপনজনের আঘাতের চেয়ে পরের আঘাত সহনীয়-এ কথা বোঝাতে বলা হয়।

যে জোড়ায়
তার পোড়ায়।
অর্থ : কোন বস্তুর ভাঙ্গনে ওই বস্তুর সৃষ্টিকারী কষ্ট পায়-এ কথা বোঝাতে বলা হয়।

যে করে দুঃখভোগ
তার হয় সুখ-সম্ভোগ।
অর্থ : কর্ম সাধনায় যে দুঃখ বরণ করে, সুখসম্ভোগ তার ভাগ্যে জোটে-এ কথা বোঝাতে বলা হয়।

নয় গাঁ মাগলে যা
এক গাঁ মাগলেও তা।
অর্থ : ভিক্ষার মতো নিন্দনীয় কাজ অল্প করলে যে বদনাম বেশি করলেও সেই একই বদনামÑ এ কথা বোঝাতে বলা হয়।

খল পড়শী নাদান ভাই
তার সাথে বসতি নাই।
অর্থ : খারাপ প্রতিবেশী ও মূর্খ ব্যক্তির সঙ্গে বসতি করতে নেইÑ এ কথা বোঝাতে বলা হয়।

আপন দোষের অন্ত নাই
পরের দোষ কত দিবে ভাই।
অর্থ : ছিদ্রান্বেষী লোকদের সম্পর্কে এ কথা বলা হয়।

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 20 - Rating 5.5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি
বাণী-বচন : ১৭ অক্টোবর ২০১৭ বাণী-বচন : ১৭ অক্টোবর ২০১৭
3 hours ago 34
বাণী-বচন : ১৬ অক্টোবর ২০১৭ বাণী-বচন : ১৬ অক্টোবর ২০১৭
Yesterday at 11:07am 177
বাণী-বচন : ১৫ অক্টোবর ২০১৭ বাণী-বচন : ১৫ অক্টোবর ২০১৭
Sun at 8:42am 235
বাণী-বচন : ১৪ অক্টোবর ২০১৭ বাণী-বচন : ১৪ অক্টোবর ২০১৭
Sat at 11:10am 250
বাণী-বচন : ১৩ অক্টোবর ২০১৭ বাণী-বচন : ১৩ অক্টোবর ২০১৭
Fri at 8:06am 240
বাণী-বচন : ১২ অক্টোবর ২০১৭ বাণী-বচন : ১২ অক্টোবর ২০১৭
Thu at 2:40pm 220
বাণী-বচন : ১১ অক্টোবর ২০১৭ বাণী-বচন : ১১ অক্টোবর ২০১৭
Wed at 8:29am 315
বাণী-বচন : ১০ অক্টোবর ২০১৭ বাণী-বচন : ১০ অক্টোবর ২০১৭
Tue at 8:08am 293

পাঠকের মন্তব্য (0)

Recent Posts আরও দেখুন

কবর কবিতা অবলম্বনে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবর’
কেউ পারছেন না মাশরাফির সাথে, এবার সাকিবও ফেল করলেন
ভয় দেখিয়ে প্রতি রাতে মেয়েকে নিজের ঘরে ডেকে পাঠাতো বাবা
পাকিস্তানে যাবেন না থারাঙ্গা
‘ডুব’ মুক্তির আগেই নতুন চলচ্চিত্রের ঘোষণা দিলেন ফারুকী
১৯ পেরিয়ে ‘কুছ কুছ হোতা হ্যায়’
একাধিক পদে মেঘনা ব্যাংকে কাজের সুযোগ
বার্সেলোনায় মেসির ১৩ বছর