JanaBD.ComLoginSign Up

বিয়ের আসরেই খোলা হলো কনের পোশাক!

সাধারন অন্যরকম খবর 15th May 2017 at 5:21pm 1,086
বিয়ের আসরেই খোলা হলো কনের পোশাক!

বিয়ের অনুষ্ঠানেই খুলে ফেলা হলো কনের পোষাক। কনের বিরুদ্ধে অভিযোগ, তার শরীরে চর্মরোগ আছে। আর এমন গুজব থেকেই তাকে পোশাক খুলতে বাধ্য করা হয়। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মাহোবা জেলায়।

জানা গেছে, কনের নাম তেজা। বরের নাম জয়। বর জয় হিন্দ কনে তেজার শরীরে চর্মরোগ আছে এমন খবর শোনার পর বিয়েতে বেঁকে বসেন। সঙ্গে সঙ্গে জানিয়ে দেন, এ ধরনের রোগ থাকলে বিয়ে করবেন না তিনি। এ নিয়ে অনুষ্ঠানে বাকবিতণ্ডা শুরু হয়।

পরে কনে তেজার পরিবার বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ বিষয়টি সমাধানে গ্রাম পঞ্চায়েতের ডাকেন। সেখানে প্রবীণ ব্যক্তিরা ঘটনাটি মিমাংসার জন্য বরের পরিবারের নারী সদস্যদের সামনে কনের জামা খুলে দেখানোর জন্য বলেন।

তারপর থানার ভেতরে তেজার জামা খুলে পরীক্ষা করে দেখেন বর হিন্দের পরিবারের নারী সদস্যরা। প্রমাণিত হয়, গুজবটি মিথ্যা ছিল।

ঘটনার পর স্থানীয় পুলিশ কর্মকর্তা রিতা সিং বলেছেন, ‘কনের বাবা অভিযোগ তুলে নিয়েছেন। এ ছাড়া বরের পরিবার এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আমাদের একটি চিঠি দিয়েছে। ’

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 8 - Rating 7.5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)