JanaBD.ComLoginSign Up

বাজারে আসছে মটোরোলার নতুন নয় ফোন

মোবাইল ফোন রিভিউ 17th May 2017 at 10:18am 124
বাজারে আসছে মটোরোলার নতুন নয় ফোন

নতুন পাঁচটি সিরিজের মোট নয়টি ফোন নিয়ে চলতি বছর বাজারে হাজির হচ্ছে মটোরোলা। ফোন বিষয়ক খবর ফাঁসে বিখ্যাত টুইটার আইডি ইভান ব্লাসের প্রকাশিত এক ছবিতে এ তথ্য জানা যায়।

ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, মটো জেড, এক্স, জি, ই এবং সি এই পাঁচ সিরিজের নতুন ফোন আনতে যাচ্ছে মটোরোলা। মটো এক্স সিরিজ ছাড়া অন্য সিরিজগুলোর দুইটি মডেলের ফোন উন্মুক্ত করা হতে পারে।

ফোনগুলো মডেল নম্বর হতে পারে মটো জেড প্লে(২০১৭), মটো জেড ফোর্স(২০১৭), মটো এক্স (২০১৭), মটো জিএস, মটো জিএসপ্লাস, মটো ই(২০১৭), মটো ই প্লাস, মটো সি এবং মটো সি প্লাস।মটো জেড প্লে(২০১৭) ফোনটিতে থাকতে পারে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে এবং যা ১০৮০*১৯৮০ পিক্সেলের হতে পারে।

মটো এক্স (২০১৭) ডিভাইসটিতে থাকতে পারে ৫.২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। যার রেজলুশেন ১০৮০*১৯২০ পিক্সেল। এতে থাকতে পারে থ্রিডি গ্লাস। মটো জিএস এবং জিএসপ্লাসে থাকতে পারে যথাক্রমে ৫.২ এবং ৫.৫ ইঞ্চি ডিসপ্লে।

এতে থাকতে পারে ডুয়েল ক্যামেরা সেটআপ। মটোই (২০১৭) ডিভাইসটিতে থাকতে পারে ৫ ইঞ্চি ডিসপ্লে সেখানে থাকবে ২.৫ডি কার্ভ গ্লাস। মটো ই প্লাসে থাকে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে।

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)