JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

আবার প্রিয়াঙ্কার ‘কোয়ান্টিকো’

বিবিধ বিনোদন 17th May 2017 at 11:26pm 271
আবার প্রিয়াঙ্কার ‘কোয়ান্টিকো’

প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘কোয়ান্টিকো ’ টেলিভিশন সিরিজকে তৃতীয় সিজনের জন্য অনুমতি দিল এবিসি৷ তবে এবারের সিরিজটি হবে ছোট মাপের৷ থাকবে মাত্র ১৩টি এপিসোড৷ তবে এই এফবিআই ড্রামাটির হাল এবার ধরবেন অন্য আরেকজন৷ এবার এই সিজনের ক্রিয়েটার /এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে আর থাকবেন না জোশ সাফরান।

অবশ্য জোশ একেবারে এই সিরিজটি ছেড়ে চলে যাচ্ছেন না৷ তিনি এই শোয়ের সঙ্গে যুক্ত থাকবেন কনসালট্যান্ট হিসেবে৷ তিনি বলেছেন , ‘এই সিরিজের সঙ্গে আমার চুক্তি ছিল ২ বছরের৷ সেই সময় অতিক্রান্ত হয়ে গেছে। আমি এই শো ছেড়ে দিচ্ছি এবং এর ভার তুলে দিচ্ছি একজন দক্ষ মানুষের হাতে৷ ’ ২০১৫ সালের বসন্তে শুরু হয়েছিল ‘কোয়ান্টিকো ’৷ এই বছর দ্বিতীয় সিজনে তেমন কিছু করে উঠতে পারেনি৷ ২১ সন্তাহ ধরে ১৮ থেকে ৪৯ বছর বয়স সীমার দর্শকদের মধ্যে এই সিরিজের রেটিং ০ .৭৷ এই তথ্য দিয়েছে নিয়েলসেন লাইভ৷ তাই আরও একবার এই সিরিজ নবীকরণ হলেও এপিসোডের সংখ্যা কমানো হয়েছে৷ ২১ থেকে নেমে এসেছে ১৩ -তে৷ মনে করা হচ্ছে সিরিজের পরিচালক বদলও হচ্ছে একই কারণে৷

এই সিরিজের প্রথম থেকেই এফবিআই এজেন্ট অ্যালেক্স প্যারিশের ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া৷ এই সিরিজে তার সাফল্য হলিউডে তার জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে৷ তিনি ‘কোয়ান্টিকো ’-তে অভিনয় করার সুবাদে গত বছর ফেভারিট ড্রামাটিক টিভি অ্যাকট্রেস -এর পুরস্কার জিতে নিয়েছেন পম্পিও এবং ভিওলা ডেভিস -এর মতো তারকাদের পরাজিত করে৷ শুধু তাই নয় , ডোয়েন জনসন এবং জ্যাক এফরন -এর সঙ্গে ‘বেওয়াচ ’ ছবিতে অভিনয়ও করছেন৷ এই হলিউডি ছবিতে ভিক্টোরিয়া লিডস নামের নেগেটিভ চরিত্রে তাকে দেখতে পাওয়া যাবে৷

এই সিরিজে প্রিয়াঙ্কাকে বেশ কিছু সাহসি দৃশ্যে অভিনয় করতে হয়। এবারও কি তেমন কোন সাহস দেখাবেন প্রিয়াঙ্কা- এই প্রশ্ন প্রিয়াঙ্কা ভক্তদের।

তথ্যসূত্রঃ বিডি-প্রতিদিন

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)