JanaBD.ComLoginSign Up

কোলের শিশু গায়ে প্রস্রাব করলে অজু ভাঙে?

ইসলামিক শিক্ষা 18th May 2017 at 1:34pm 568
কোলের শিশু গায়ে প্রস্রাব করলে অজু ভাঙে?

প্রশ্ন : আমার ছোট বাচ্চা আছে। অনেক সময় অজু থাকা অবস্থায় কোলে নিলে হাতের মধ্যে প্রস্রাব করে দেয়। এ অবস্থায় আমার কি আবার অজু করতে হবে? নাকি শুধু হাত ধুয়ে নিলেই হবে?

উত্তর : আপনি শুধু হাতটা ধুয়ে নিলেই যথেষ্ট। আপনাকে আর ভিন্ন অজু করতে হবে না, কারণ অজুভঙ্গের কোনো কারণ আপনার ঘটেনি। কিন্তু যেহেতু প্রস্রাব নাপাক বস্তু, তাই সেই নাপাকি যেখানে লেগেছে, সেটা ধুয়ে নেবেন।

তবে এখানে বিস্তারিত আলোচনার বিষয় রয়েছে। সেটা হলো—বাচ্চার অবস্থা, প্রস্রাবের ধরন, ছেলে না মেয়ে বাচ্চা, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। এ জন্য এটা কিন্তু ছোট্ট মাসালা নয়, অনেক বড় একটা আলোচনা।

তবে যদি ছেলেসন্তান হয় এবং দুগ্ধপোষ্য হয়, অর্থাৎ যাদের শুধু মায়ের দুধ খাওয়ানো হয় আর বাইরের কোনো খবার দেওয়া হয় না, এমন হয়ে থাকে, এমন সন্তান যদি প্রস্রাব করে দেয়, তাহলে শুধু পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট। এর জন্য ভিন্নভাবে ধোয়ার দরকার নেই।

আর বাকি অবস্থাগুলোর ভিন্ন ভিন্ন হুকুম রয়েছে। এটি একটি দীর্ঘ আলোচ্য বিষয়।

সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)