JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

চলে গেলেন বলিউডের জনপ্রিয় সেই অভিনেত্রী

বিবিধ বিনোদন 18th May 2017 at 3:56pm 263
চলে গেলেন বলিউডের জনপ্রিয় সেই অভিনেত্রী

কাল হোনা হো-তে শাহরুখ খানের মা, কিংবা হাম আপ কে হ্যায় কৌন ছবিতে মাধুরী দীক্ষিতের মায়ের চরিত্রে।

একসময়ের একের পর এক বিগ ব্যানার ছবিতে গ্ল্যামারাস মায়ের চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন রিমা লাগু।

মাত্র ৫৯ বছর বয়সে চলে গেলেন অভিনেত্রী। বুধবার রাতে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশহবাস ত্যাগ করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

প্রথমে মারাঠি ছবিতে কাজ শুরু করেন তিনি। মারাঠা অভিনেতা বিবেক লাগুর সঙ্গে তাঁর বিয়ে হয়। যদিও কয়েক বছর বাদে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। বলিউডের বিগ ব্যানার ছবিতে সাপোর্টিং- রোলে দেখা গিয়েছে তাঁকে একাধিকবার।

‘কয়ামত সে কয়ামত তক’ ছবিতে জুহি চাওলার মায়ের চরিত্রে অভিনয় করে তিনি প্রথম লাইম লাইটে আসেন।

এরপর ম্যায়নে পেয়ার কিয়া ছবিতে সালমান খানের মায়ের ভূমিকায় দেখা যায় তাঁকে। এরপর সজ্জন, গুমরা, জয় কিষেন- পরপর ছবি করতে থাকেন রিমা। ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘ইয়ে দিল লাগি’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাল হো না হো’-র মত জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি। শুধুমাত্র সিনেমাই নয়, সিরিয়ালেও কাজ করেছেন এই অভিনেত্রী।

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 3 - Rating 3.3 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)