JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

জায়েদের ‘ভালোবাসা ২৪×৭’

সিনেমা জগৎ 18th May 2017 at 4:20pm 190
জায়েদের ‘ভালোবাসা ২৪×৭’

প্রেমের তাজমহল’ সিনেমা খ্যাত নির্মাতা গাজী মাহবুব। তিনি এবার নির্মাণ করছেন ‘ভালোবাসা ২৪×৭’ শিরোনামের চলচ্চিত্র। এ সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়ক জায়েদ খান। এতে এ অভিনেতার বিপরীতে অভিনয় করবেন নবাগত সানাই। এ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখছেন সানাই।

বৃহস্পতিবার (১৮ মে) বিএফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে ‘ভালোবাসা ২৪×৭’ সিনেমার শুভ মহরত অনুষ্ঠিত হবে বলে এর নির্মাতা গাজী মাহবুব জানান।

এ প্রসঙ্গে গাজী মাহবুব বলেন, ‘ভালোবাসা ২৪×৭’ সিনেমাটি একটি রোমান্টিক গল্পের উপর নির্মাণ করা হচ্ছে। আমার নির্মিত অন্য সিনেমার মতো এ সিনেমাটিও দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।

বি-বাড়িয়া ফিল্মস প্রযোজিত এ সিনেমায় জায়েদ খান-সানাই ছাড়াও আরো অভিনয় করবেন-সোহেল রানা, আনোয়ারা, রেসি, ইলিয়াস কোবরা, ডিজে সোহেলসহ অনেকে। এতে মোট পাঁচটি গান থাকছে বলে এর নির্মাতা সূত্রে জানা যায়।

একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’ সিনেমার শুটিং করছেন তিনি। মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ সিনেমার শুটিং সম্প্রতি শেষ করেছেন। এ দুটি সিনেমায় জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি। এছাড়া জি সরকার পরিচালিত ‘খোদার কসম’ ও মোহাম্মদ আসলামের ‘সমাধান’ শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জায়েদ। খুব শিগগির এসব সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে। পাশাপাশি বেশ কয়েকটি সিনেমায় তার চুক্তিবদ্ধ হওয়ার কথা চলছে।

তথ্যসূত্রঃ রাইজিংবিডি

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)