JanaBD.ComLoginSign Up
JanaBD এনড্রয়েড এপ, ডাউনলোড করে সাথে থাকুন । Sms এবং বিভিন্ন টপিক Offline এ Favourite ও Save করে ব্যবহার করুন ।
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

আমি আত্মহত্যার চেষ্টা করিনি: শুভশ্রী

বিবিধ বিনোদন 18th May 2017 at 9:11pm 497
আমি আত্মহত্যার চেষ্টা করিনি: শুভশ্রী

প্রেমিক পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের কারণে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলী। বৃহস্পতিবার সকাল থেকেই ভারতীয় গণমাধ্যমগুলোতে এমন খবর ছড়িয়ে পড়ে।

এতে উৎকণ্ঠায় পড়ে যান শুভশ্রীর ভক্তরা। ভক্তদের সেই উৎকণ্ঠা দূর করেছেন নায়িকা নিজেই। শুভশ্রী আত্মহত্যার চেষ্টা করেননি এবং ভালো আছেন। এ কথা নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

একই সঙ্গে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেও তার বিচ্ছেদ হয়নি বলেও জানালেন এই নায়িকা। কলকাতা আনন্দলোকে পূজার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন শুভশ্রী। তবে ভক্তদের উৎকণ্ঠা কমাতে বৃহস্পতিবার বিকালে নিজের ফেরিভায়েড ফেসবুক পেজে লাইভ ভিডিওতে আসেন বস খ্যাত এই নায়িকা। এসময় তিনি বলেন, সুইসাইডের খবর শুধুই গুজব।

শুভশ্রী আরো বলেন, আমার আর রাজের মধ্যে সবকিছু একদম ঠিক আছে। যে রিপোর্টার এটা লিখেছে সে যে কত বড় মিথ্যাবাদী! যা হোক তার সঙ্গে আমি পরে কথা বলে নেব। সে একদমই একটা মিথ্যা খবর লিখেছে। হয়ত সে এটা মনে করেছে আমার, রাজের ও মিমির নাম থাকলে হয়ত তার পেপারটা একটু বেশি বিক্রি হবে। -যুগান্তর

JanaBD এনড্রয়েড এপ, ডাউনলোড করে সাথে থাকুন । Sms এবং বিভিন্ন টপিক Offline এ Favourite ও Save করে ব্যবহার করুন ।

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 10 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)