JanaBD.ComLoginSign Up

মেয়েকে নিয়ে কান শহর ঘুরে বেড়ালেন ঐশ্বরিয়া

বিবিধ বিনোদন Fri at 6:57pm 161
মেয়েকে নিয়ে কান শহর ঘুরে বেড়ালেন ঐশ্বরিয়া

লরিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হয়ে ১৯ ও ২০ মে ৭০তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটবেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

তাই বৃহস্পতিবার মেয়ে আরাধ্য বচ্চনকে নিয়ে কান শহরে পৌঁছেছেন বলিউডের এই অভিনেত্রী। যেখানে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় মা ও মেয়েকে। ঐশ্বরিয়া ও আরাধ্য কান শহরে পৌঁছানোর পর লরিয়াল প্যারিসের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানানো হয়, তারা কানে পৌঁছে গেছেন। কানে ১৬তম বার হাঁটার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

মেয়ে আরাধ্যকে নিয়ে শহর ঘুরে বেড়াতে দেরি করেননি প্রাক্তন এই বিশ্ব সুন্দরী। এ সময় অ্যাশের পরনে ছিলো সাদা পোশাক ও আরাধ্য পরেছিলো গোলাপি রঙা ফ্লোরাল ড্রেস। অন্য বারের তুলনায় এবার পাপারাজ্জিদের ক্যামেরার সামনে বেশ স্বাচ্ছন্দবোধ করছিলো আরাধ্য।

এ প্রসঙ্গে ঐশ্বরিয়াকে প্রশ্ন করা হলে তিনি জানান, অনেক সময় মানুষের চিৎকার ও ভিড় দেখলে কান্না শুরু করে দেয় ও।

এবার তেমনটি ঘটছে না। সত্যি বলতে, অতিরিক্ত ভিড় হলে তো আমি নিজেই ঘাবড়ে যাই।

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)