JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

মোস্তাফিজের উচ্ছ্বসিত প্রশংসায় মাশরাফি

ক্রিকেট দুনিয়া 20th May 2017 at 10:03am 163
মোস্তাফিজের উচ্ছ্বসিত প্রশংসায় মাশরাফি

ক্রিকেটে মোস্তাফিজের শুরুটা হয়েছিল স্বপ্নের মতই। তবে মাঝখানে নয় মাসের ইনজুরিতে নিজেকে খুঁজতে থাকা মোস্তাফিজকে পাওয়া গেল আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে। আর আগের সেই মোস্তাফিজকে ফিরে পেয়ে বাঁহাতি এই পেসারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মাশরাফি। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর দিয়ে মাঠে ফিরলেও কন্ডিশনের সুবিধা নিতে পারেননি মোস্তাফিজ। ওয়ানডে, টি-টোয়েন্টিতে খুঁজে পাওয়া যায়নি শুরুর সেই মোস্তাফিজকে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কায় কিছুটা পারলেও নিজের নামের প্রতি সুবিচার করা হয়নি। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির আগের আয়ারল্যান্ডে সহায়ক কন্ডিশনের জ্বলে উঠলেন। বড় জয়ের ম্যাচে দলকে নেতৃত্ব দিলেন সামনে থেকে।

ম্যাচ শেষে মোস্তাফিজের উচ্ছ্বসিত প্রশংসা করে মাশরাফি বলেন, এই ম্যাচে দারুণ বোলিং করেছে মোস্তাফিজ। শুধু এই ম্যাচে নয় গত আড়াই বছর ধরেই ও আমাদের জন্য খুব ভালো করছে। আশা করি, ও এটা ধরে রেখে আরও বহুদূর যাবে।

আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন। আর আয়ারল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের সেই যাদু দেখিয়ে তুলে নেন ৪ উইকেট।

তথ্যসূত্রঃ জাগোনিউজ২৪

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)