JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

বৃদ্ধার চরিত্রে কঙ্গনা

সিনেমা জগৎ 20th May 2017 at 3:02pm 159
বৃদ্ধার চরিত্রে কঙ্গনা

একদিকে সিমরন সিনেমার প্রচারণা, অন্যদিকে মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি সিনেমার প্রস্তুতি, সবমিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন কঙ্গনা রাণৌত। এরই মধ্যে নিজের পরিচালনায় প্রথম সিনেমার ঘোষণা দিলেন এ অভিনেত্রী।

কঙ্গনা পরিচালিত প্রথম সিনেমার নাম তেজু। সিনেমাটি শুধু পরিচালনা করবেন তা নয়, এতে ৮০ বছর বয়সি বৃদ্ধার চরিত্রেও অভিনয় করবেন এ অভিনেত্রী। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ সিনেমা প্রসঙ্গে সংবাদমাধ্যমে কঙ্গনা বলেন, ‘তেজু একজন বৃদ্ধ নারী যে মৃত্যুর দ্বারপ্রান্তে। কিন্তু তিনি এখনো পৃথিবী ছেড়ে যাবার জন্য তৈরি নন। সে খুবই প্রাণবন্ত, উচ্ছ্বল যে নিজেকে বৃদ্ধ মনে করে না।’

সিনেমাটির কাজ চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে এবং আগামী বছর ডিসেম্বরে মুক্তি দেয়ার চিন্তা করা হচ্ছে। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘যে প্রশ্নগুলো আমরা সবসময় নিজেদের করে থাকি সেই বিষয়টিই হালকাভাবে তেজুর ব্যক্তিত্বের মাধ্যমে সিনেমায় ফুটিয়ে তোলা হবে। আমি যখন ছোট ছিলাম তখন আমার প্রমাতামহের বয়স ছিল ৮০ বছর। আমি বৃদ্ধ মানুষদের মধ্যে বড় হয়েছি এবং দেশ, সমাজ ও সম্প্রদায়ের কাছে তাদের উপেক্ষিত হওয়ার বিষয়টি আমাকে অনেক পীড়া দিত।’

তিনি আরো বলেন, ‘তেজু সিনেমায় সেই বৃদ্ধ ব্যক্তিগুলোকে তুলে ধরা হবে যাদের আমি জানি ও ভালোবাসি। যেহেতু আমি আমার বয়সের তুলনায় অনেক বয়স্ক চরিত্রে অভিনয় করছি তাই এখানে আমার নিজেরও অনেক বিষয় থাকবে। আমি যদি আজ নিজের কমফোর্ট জোন ছেড়ে চ্যালেঞ্জ নিতে না পারি তাহলে বাড়ি, পরিবার ও প্রিয় কুকুরকে ছেড়ে আসার মানে কী? আমি ফিতা কেটে খুব আরামে থাকতে পারতাম।’

কঙ্গনার মণিকর্ণিকার ব্যানারে তেজু সিনেমাটি প্রযোজনা করবেন শৈলেস সিং। এর আগে এ অভিনেত্রীর তানু ওয়েডস মানু, তানু ওয়েডস মানু রিটার্নস, সিমরন সিনেমাটি প্রযোজনা করেছেন তিনি। হিমাচল প্রদেশে সিনেমাটির শুটিং করা হবে।

তথ্যসূত্রঃ রাইজিংবিডি

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 8 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)