JanaBD.ComLoginSign Up

যদি তুমি ফিরে না আসো - শামসুর রাহমান

কষ্টের কবিতা 31st May 17 at 12:07am 1,657
যদি তুমি ফিরে না আসো - শামসুর রাহমান

তুমি আমাকে ভুলে যাবে, আমি ভাবতেই পারি না।
আমাকে মন থেকে মুছে ফেলে
তুমি
আছো এই সংসারে, হাঁটছো বারান্দায়, মুখ দেখছো
আয়নায়, আঙুলে জড়াচ্ছো চুল, দেখছো
তোমার সিঁথি দিয়ে বেরিয়ে গেছে অন্তুহীন উদ্যানের পথ, দেখছো
তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালি শহর,
আমাকে মন থেকে মুছে ফেলে
তুমি অস্তিত্বের ভূভাগে ফোটাচ্ছো ফুল
আমি ভাবতেই পারি না।

যখনই ভাবি, হঠাৎ কোনো একদিন তুমি
আমাকে ভুলে যেতে পারো,
যেমন ভুলে গেছো অনেকদিন আগে পড়া
কোনো উপন্যাস, তখন ভয়
কালো কামিজ প’রে হাজির হয় আমার সামনে,
পায়চারি করে ঘন ঘন মগজের মেঝেতে,
তখন
একটা বুনো ঘোড়া খুরের আঘাতে ক্ষতবিক্ষত করে আমাকে,
আর আমার আর্তনাদ ঘুরপাক খেতে খেতে
অবসন্ন হয়ে নিশ্চুপ এক সময়, যেমন
ভ্রষ্ট পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে।

বিদায় বেলায় সাঝটাঝ আমি মানি না
আমি চাই ফিরে এসো তুমি
স্মৃতি বিস্মৃতির প্রান্তর পেরিয়ে
শাড়ীর ঢেউ তুলে,সব অশ্লীল চিৎকার
সব বর্বর বচসা স্তব্দ করে
ফিরে এসো তুমি, ফিরে এসো
স্বপ্নের মতো চিলেকোঠায়
মিশে যাও স্পন্দনে আমার।

Googleplus Pint
Like - Dislike Votes 89 - Rating 5.1 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি
হে হৃদয় - জীবনানন্দ দাশ হে হৃদয় - জীবনানন্দ দাশ
14 Jan 2018 at 12:17am 774
‘তোমার বুকের ওপাশে’ - ফয়সাল হাবিব সানি ‘তোমার বুকের ওপাশে’ - ফয়সাল হাবিব সানি
13 Jan 2018 at 12:55pm 316
অক্ষমতা - রবীন্দ্রনাথ ঠাকুর অক্ষমতা - রবীন্দ্রনাথ ঠাকুর
31st Oct 17 at 12:32am 1,503
যে আমায় - সুনীল গঙ্গোপাধ্যায় যে আমায় - সুনীল গঙ্গোপাধ্যায়
28th Sep 17 at 12:53am 1,274
তুমি চলে যাবে বলতেই - মহাদেব সাহা তুমি চলে যাবে বলতেই - মহাদেব সাহা
20th Aug 17 at 10:16am 2,050
ইচ্ছে ছিলো - হেলাল হাফিজ ইচ্ছে ছিলো - হেলাল হাফিজ
16th Aug 17 at 12:17am 2,028
মনেপড়ে - নীরেন্দ্রনাথ চক্রবর্তী মনেপড়ে - নীরেন্দ্রনাথ চক্রবর্তী
7th Jul 17 at 12:16am 1,830
ফিরে এসো - জীবনানন্দ দাশ ফিরে এসো - জীবনানন্দ দাশ
2nd Jul 17 at 11:28pm 1,851

পাঠকের মন্তব্য (1)

Recent Posts আরও দেখুন
পাঁচ তারকা হোটেল ছেড়ে কুঁড়েঘরে শহিদ-শ্রদ্ধা!পাঁচ তারকা হোটেল ছেড়ে কুঁড়েঘরে শহিদ-শ্রদ্ধা!
ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচ নেওয়া ১০ ক্রিকেটারওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচ নেওয়া ১০ ক্রিকেটার
সপরিবারে দাওয়াত আছেসপরিবারে দাওয়াত আছে
ডিরেক্ট সেলস এক্সিকিউটিভ নিচ্ছে আইএফআইসি ব্যাংকডিরেক্ট সেলস এক্সিকিউটিভ নিচ্ছে আইএফআইসি ব্যাংক
বিশ্ব বাজারে ৫০০ কোটি পার করলো 'পদ্মাবত'বিশ্ব বাজারে ৫০০ কোটি পার করলো 'পদ্মাবত'
কোহলি-স্মিথকে পেছনে ফেলে পুরস্কার জিতলেন মুশফিককোহলি-স্মিথকে পেছনে ফেলে পুরস্কার জিতলেন মুশফিক
কে সবচেয়ে অলস?কে সবচেয়ে অলস?
লেডিস টয়লেট স্যার!লেডিস টয়লেট স্যার!