JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

এসি থেকে বেরিয়ে এলো সাপ, তারপর যা হলো...

ভয়ানক অন্যরকম খবর 13th Jun 2017 at 1:14pm 862
এসি থেকে বেরিয়ে এলো সাপ, তারপর যা হলো...

বেজায় গরম। ফলত ঘরে ঘরে চলছে এসি। যদিও বর্ষা ঢুকে পড়েছে গোটা দেশে, তবু স্বস্তি নেই। গুমোট ভ্যাপসা গরমে এখনও কাহিল আম আদমি। শান্তির জন্য তাই এসিই ভরসা।

অফিস কাছারি হোক কিংবা বাড়ি, একটু আরাম পেতে এসির সুইচটা অন করে দিলেই হল। তারপর আর সেদিকে কে তাকায়। কিন্তু সেখান থেকেই নেমে আসতে পারে এতবড় বিপদ।

এমনিতে ঘণ্টার পর ঘন্টা এসিতে থাকা বিপজ্জনক বলেই জানান ডাক্তারবাবুরা। তাতে দিনে দিনে শরীরের নানা ক্ষতি হতে পারে। কিন্তু এ যে একেবারে সাক্ষাৎ মৃত্যু সামনে দাঁড়িয়ে।

এসি থেকেই নেমে এসেছে তা। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

যেখানে দেখা যাচ্ছে, এসি থেকে নেমে আসছে একটি আস্ত সাপ। সরীসৃপের লক্ষ্য ইঁদুর ধরা। শিকারকে মুখে নিয়ে আবার এসির ভিতরেই ঠাঁই নিচ্ছে সেটি। যে পরিবারে এ ঘটনা ঘটেছে, তারা পুরো ঘটনাটি ভিডিওতে বন্দি করে রেখেছেন। আর তা দেখেই মেরুদণ্ডে ঠাণ্ডা স্রোত বয়ে যাচ্ছে সাধারণ মানুষের।

সম্ভবত গরমের কারণেই এসির ভিতরের ছায়ায় জায়গা করে নিয়েছিল সাপটি। ঘরের ভিতর খাদ্যের প্রাচুর্য দেখে নেমে এসেছে। কিন্তু যে কোনও সময় তা যে মারাত্মক বিপদ ডেকে আনতে পারত, তা বলাই বাহুল্য। সম্ভবত এসির পাইপ ধরেই একেবারে ঘরের ভিতর চলে এসেছে সেটি।

এসির সার্ভিসিংও বছরে এক কি দুবার হয়। ফলত এরকম সাপ এসিতে লুকিয়ে থাকলে গৃহস্থের জানার কথাও নয়। এই ভিডিও ভাইরাল হওয়ার পরই বিশেষজ্ঞদের পরামর্শ, এসি থাকা ঘরে পেস্ট কন্ট্রোলের ব্যবস্থা যেন নেওয়া হয়। পাশাপাশি এসির আউটলেট ও পাইপের কাছাকাছি কার্বলিক অ্যাসিড ছড়ালেও এই বিপদের হাত থেকে মুক্তি মিলতে পারে।

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 9 - Rating 5.6 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)