JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

পুনম কে এমন ভূমিকায় আগে কখনও দেখেছেন?

বিবিধ বিনোদন 13th Jun 2017 at 6:49pm 438
পুনম কে এমন ভূমিকায় আগে কখনও দেখেছেন?

ভারতীয় চলচ্চিত্রের এক আলোচিত নাম পুনম পাণ্ডে। নিজের খোলামেলা ছবি আর বিতর্কিত মন্তব্য করে সবসময় খবরের শিরোনাম হন তিনি। কিন্তু পুনমকে এই রূপে ক'জন দেখেছেন? যেখানে গ্ল্যামারের চাকচিক্য থেকে বেরিয়ে রাস্তার কচিকাঁচাদের সঙ্গে মিশে গেলেন তিনি।

পুনমের মেকআপ আর ক্যাটওয়াকের আড়ালে যে একজন সুন্দর-সহানুভূতিশীল মনের নারী লুকিয়ে রয়েছে, তা এই ভিডিও না দেখলে বোঝা যাবে। শুধু লুকস আর পোশাক দিয়েই নয়, নিজের সমাজসেবামূলক কাজ দিয়েও মানুষের মন জয় করে নিতে জানেন এই অভিনেত্রী।

এখন বাংলাদেশের মতো বর্ষাকাল চলছে ভারতেও। তাই বৃষ্টি থেকে পথশিশুদের বাঁচাতে সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় ২০/৩০ জন সুবিধাবঞ্চিত শিশুদের তুলে দিলেন বর্ষা নিবারণের জামা (রেইনকোর্ট)। এসময় তিনি কচিকাঁচাদের সঙ্গে গল্প করেন। ছবিও তুলেন।

সাদা লং গাউন পরিহিতা পুনমকে মুম্বাইয়ের রাস্তায় দেখে ভক্তদের ভিড় উপচে পড়েছিল। গ্ল্যামার গার্লকে এই ভূমিকাতে দেখা যাবে, তা অনেকেই ভাবতে পারেননি। তখন আর তিনি ক্যামেরার সামনের মডেল নন। একেবারে ঘরের মেয়ে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারায় খুশি পুনমও।

তথ্যসূত্রঃ বিডি প্রতিদিন

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)