JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

বাংলাদেশকে ব্যঙ্গ করে আবার ‘মওকা’ ভিডিও

ক্রিকেট দুনিয়া 15th Jun 2017 at 7:28pm 700
বাংলাদেশকে ব্যঙ্গ করে আবার ‘মওকা’ ভিডিও

বাংলাদেশকে হেয় করে এর আগেও বেশ কয়েকবার ‘মওকা’ ভিডিও তৈরি হয়েছিল। ভারতীয় গণমাধ্যমে তা নিয়ে অনেক ব্যঙ্গও করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-বাংলাদেশ ম্যাচের সময় আবার আলোচনায় ‘মওকা’ ভিডিও। বাংলাদেশকে ট্রোল করে হিন্দি ভাষায় বানানো হয়েছে একটি ভিডিও।

সেমিফাইনাল মহারণের আগে আবার সেই মওকা ভিডিও এনে বাংলাদেশ ক্রিকেট দলকে চরমভাবে হেয় করা হয়েছে। একটি অনলাইন চ্যানেল নতুন এই ভিডিও প্রকাশ করে। যেখানে দেখা যায় বাংলাদেশের জার্সি গায়ে একজন টয়লেটে বসে স্বপ্ন দেখছে ট্রফি জেতার। তবে কমোডে ফ্ল্যাশের শব্দে তাঁর ঘুম ভাঙে।

টয়লেট থেকে বেরিয়েই সে পাকিস্তানি জার্সি পরা এক ব্যক্তির দেখা পায়। তাঁকে দেখেই সে ভয়ে আবার টয়েলেটে লুকিয়ে পড়ে। টয়লেট থেকে ফোনালাপে সে জানতে পারে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে ভারত। শুনে সে কিছুটা চমকে যায় সে।

এরপর টয়লেট থেকে বেরিয়ে যাওয়ার সময় ভারতীয় জার্সি পরা এক ব্যক্তির দেখা পায়। সেই ভারতীয় ব্যক্তি বাংলাদেশিকে পরামর্শ দেন টয়লেট থেকে বেরিয়ে যাওয়ার সময় হাত ধুয়ে নেওয়ার জন্য। এরপর সে কিছু ট্যাবলেট উপহার দেয় বাংলাদেশিকে। সেই ওষুধ নিয়ে বাংলাদেশি ব্যক্তির পাল্টা প্রশ্ন, ‘এই ওষুধ খেলে কি ব্যথা কমবে?’

ভারতীয় ব্যক্তি তখন বলেন, ‘মাঠ পর্যন্ত পৌঁছোনোর শক্তি জোগানোর জন্যই ওষুধ দেওয়া হয়েছে।’ তারপর বাংলাদেশি ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘তোমাকে যতটা খারাপ ভেবেছিলাম, ততটাও খারাপ নও তুমি।’

তখন ভারতীয় ব্যক্তিকে বাংলাদেশি সেই ব্যক্তি বৃষ্টির জন্য প্রার্থনা করতে বলে। কারণ বৃষ্টি হলে না খেলেই ফাইনালে পৌঁছোবে ভারত। ভারতীয় সেই ব্যক্তি জবাবে বলেন, বৃষ্টি না হওয়ার জন্যই সে প্রার্থনা করবে। কারণ বৃষ্টি হলে বাংলাদেশের কান্না বুঝতে পারবে না। ভারতীয় ব্যঙ্গ করে পরে বলেন, ‘গত বিশ্বকাপে ধোনি ছিল। এবার ধোনির সঙ্গে জাদেজাও রয়েছেন।’

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)