JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

যেভাবে জয়ার প্রেমে পড়েন অমিতাভ

বিবিধ বিনোদন 17th Jun 2017 at 9:25am 129
যেভাবে জয়ার প্রেমে পড়েন অমিতাভ

প্রেমের জন্য রেখার সঙ্গে জড়িয়ে প্রায়ই খবরের শিরোনাম হন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। ঠিক উল্টোটাই ঘটে তার স্ত্রী জয়ার ক্ষেত্রে। অমিতাভ-জয়া আলাদা থাকছেন, ঘর ভাঙছে অমিতাভ জয়ার- এমন খবর প্রায়ই প্রকাশিত হতে দেখা যায়। এবার জয়ার সঙ্গে রোমান্টিক মুহূর্তের একটি ছবি প্রকাশ করে ধারাটা পাল্টালেন অমিতাভ।

১৯৭৩ সালে মে মাসে মুক্তি পাওয়া 'জাঞ্জির' ছবিতে জুটি হয়েছিলেন অমিতাভ জয়া। এর কয়েকমাস পরে মুক্তি পেয়েছিল 'অভিমান'। ছবিটির পরপরই পারিবারিকভাবে জয়াকে বিয়ে করেন অমিতাভ।

কিন্তু অমিতাভ জানিয়েছেন, 'জাঞ্জির' ছবির শ্যুটিং সেট থেকেই জয়ার প্রেমে পড়েন তিনি। প্রমাণ হিসেবে টুইটারে একটি ছবিও প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা গেছে, অমিতাভকে খাইয়ে দিচ্ছেন জয়া।

অমিতাভ টুইটারে আরও লিখেছেন, 'জাঞ্জির' করার সময় ছবিটি তোলা হয়েছিল। স্ত্রীসুলভ আচরণ ক্রমেই বাড়ছিল। ... পুরুষের হৃদয়ে স্থান করে নেয়া হচ্ছে তার পাকস্থলী পূর্ণ করে। ... আমাদের তখনো বিয়ে হয়নি। -বিডি প্রতিদিন

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)