JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

শখ-নিলয়ের দাম্পত্য জীবনে ভাটা

বিবিধ বিনোদন 19th Jun 2017 at 8:56am 460
শখ-নিলয়ের দাম্পত্য জীবনে ভাটা

তারকা দম্পতি শখ-নিলয়। সম্প্রতি তাদের বিচ্ছেদের আভাস পাওয়া যাচ্ছে। ভালোবেসেই দু’জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন গত বছরের ৭ই জানুয়ারি। এরপর সংসার পেতেছিলেন ঢাকার উত্তরায়।

বর্তমানে শখ-নিলয়ের দাম্পত্য জীবনে ভাঙন সৃষ্টি হয়েছে। শখ নিলয়ের সংসার ছেড়ে গেছেন কয়েক মাস হলো। ফিরে গেছেন পুরানো ঢাকার বাবার বাড়িতে। এ ব্যাপারে জানার জন্য একাধিকবার তার সেলফোনে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এ সম্পর্কে নিলয় বলেন, ‘বিষয়টি নিয়ে আমি কিছু বলতে চাই না। ব্যক্তিজীবন নিয়ে কোনো কথা বলবো না।’

তবে দাম্পত্য জীবনে কলহের জের ধরে দুজনের আলাদা থাকার বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আর তা তাদের ফেসবুকের ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ দেখেই। ২০১৬ সালে বিয়ের পর পর শখ তার ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ পরিবর্তন করে ‘ম্যারিড টু নিলয় আলমগীর’ করেছিলেন। গত কিছুদিন ধরে সেটা আর নেই। এখন বদলে শখের ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ হয়ে গেছে ‘সিঙ্গেল’।

মূলত এই পরিবর্তনের ফলেই জল্পনা শুরু হয়ে গেল। অন্যদিকে নিলয়ের রিলেশনশিপ স্ট্যাটাসেও নেই শখের নাম।

একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়েই ভালবাসার মায়াজালে আবদ্ধ হন তারা। তারপর হঠাৎ করেই বিয়ের বন্ধনে আবদ্ধ হন শখ ও নিলয়। একসঙ্গে বহু নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন। ‘অল্প অল্প প্রেমের গল্প’ নামে একটি ছবিতেও জুটি হয়েছিলেন। ছবিটি ২০১৪ সালে মুক্তি পায়।

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)