JanaBD.ComLoginSign Up

অনন্ত প্রেম - রবীন্দ্রনাথ ঠাকুর

ভালবাসার কবিতা 2nd Jul 17 at 11:20pm 1,619
অনন্ত প্রেম - রবীন্দ্রনাথ ঠাকুর

তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার
জনমে জনমে যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার–
কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার
জনমে জনমে যুগে যুগে অনিবার।

যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা,
অতি পুরাতন বিরহমিলন কথা,
অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে
কালের তিমিররজনী ভেদিয়া তোমারি মুরতি এসে
চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।

আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগলপ্রেমের স্রোতে
অনাদি কালের হৃদয়-উৎস হতে।
আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে
বিরহবিধুর নয়নসলিলে, মিলনমধুর লাজে–
পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।

আজি সেই চির-দিবসের প্রেম অবসান লভিয়াছে,
রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।
নিখিলের সুখ, নিখিলের দুখ, নিখিল প্রাণের প্রীতি,
একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি–
সকল কালের সকল কবির গীতি।

Googleplus Pint
Like - Dislike Votes 54 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি
এবারই প্রথম তুমি - নির্মলেন্দু গুণ এবারই প্রথম তুমি - নির্মলেন্দু গুণ
14 Jan 2018 at 12:33am 1,258
হৃদয়ে তুমি আছো - ফয়সাল হাবিব সানি হৃদয়ে তুমি আছো - ফয়সাল হাবিব সানি
08 Jan 2018 at 6:47am 982
রূপন্তিমা - 
মতিয়ার রহমান রূপন্তিমা - মতিয়ার রহমান
07 Jan 2018 at 9:58am 615
হেমন্ত কুয়াশায় - জীবনানন্দ দাশ হেমন্ত কুয়াশায় - জীবনানন্দ দাশ
18th Dec 17 at 1:51am 782
তোমাকেই চাই - হেলাল হাফিজ তোমাকেই চাই - হেলাল হাফিজ
8th Dec 17 at 11:40pm 1,138
হৃদয়ের ঋণ - হেলাল হাফিজ হৃদয়ের ঋণ - হেলাল হাফিজ
10th Oct 17 at 11:27pm 1,653
চতুরের ভূমিকা - সুনীল গঙ্গোপাধ্যায় চতুরের ভূমিকা - সুনীল গঙ্গোপাধ্যায়
20th Aug 17 at 10:22am 1,573
অমিমাংসিত সন্ধি - হেলাল হাফিজ অমিমাংসিত সন্ধি - হেলাল হাফিজ
26th Jul 17 at 12:08am 1,343

পাঠকের মন্তব্য (0)

Recent Posts আরও দেখুন
পাঁচ তারকা হোটেল ছেড়ে কুঁড়েঘরে শহিদ-শ্রদ্ধা!পাঁচ তারকা হোটেল ছেড়ে কুঁড়েঘরে শহিদ-শ্রদ্ধা!
ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচ নেওয়া ১০ ক্রিকেটারওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচ নেওয়া ১০ ক্রিকেটার
সপরিবারে দাওয়াত আছেসপরিবারে দাওয়াত আছে
ডিরেক্ট সেলস এক্সিকিউটিভ নিচ্ছে আইএফআইসি ব্যাংকডিরেক্ট সেলস এক্সিকিউটিভ নিচ্ছে আইএফআইসি ব্যাংক
বিশ্ব বাজারে ৫০০ কোটি পার করলো 'পদ্মাবত'বিশ্ব বাজারে ৫০০ কোটি পার করলো 'পদ্মাবত'
কোহলি-স্মিথকে পেছনে ফেলে পুরস্কার জিতলেন মুশফিককোহলি-স্মিথকে পেছনে ফেলে পুরস্কার জিতলেন মুশফিক
কে সবচেয়ে অলস?কে সবচেয়ে অলস?
লেডিস টয়লেট স্যার!লেডিস টয়লেট স্যার!