JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

৫ দিনে দূর করুন মুখের দাগ

রূপচর্চা/বিউটি-টিপস Sat at 7:30pm 282
৫ দিনে দূর করুন মুখের দাগ

মুখের ত্বক আমাদের সকলের কাছেই খুব গুরুত্বপূর্ণ। তবে শত সচেতনতার পরও অনেক সময় মুখে ছোট ছোট দাগ দেখা যায়। সাধারণত রোদে পুড়ে কিংবা নিজের অজান্তে র‌্যাশে নখ লাগানোর ফলে মুখে এমন দাগ দেখা যায়। তবে এই সমস্যার সমাধান আছে। খুব দ্রুতই আপনি আপনার মুখের দাগ দূর করতে পারবেন। তবে আর দেরি না করে আসুন জেনে নেই দ্রুত মুখের দাগ দূর করার সহজ কিছু উপায় সম্পর্কে।

১.‌ কমলালেবুর খোসা গুড়ো করে নিন। এরপর এক চা চামচ কমলালেবুর খোসার গুড়োর সঙ্গে অর্ধেক চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি দাগের উপর লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। টানা চার থেকে পাঁচদিন এই মিশ্রণটি লাগালে দূর হবে মুখের দাগ।

২.‌ অর্ধেক চা চামচ মুসুরির ডালের বেসনের সঙ্গে ডিমের কুসুম ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। সারা মুখে তা লাগিয়ে রেখে দিন অন্তত ১৫ মিনিট। এতে মুখের ছোপ ছোপ দাগ দূর হবে।

৩.‌ পাকা পেঁপে ত্বকের দাগ দূর করতে বেশ কার্যকর। এর সঙ্গে দুধ ও মধু মিশিয়ে নিন।

৪.‌ ডাবের জল ফ্রিজে রেখে বরফ করে নিন। শুতে যাওয়ার আগে দাগের ওপর বরফের টুকরো ঘষে নিন।

৫.‌ পুদিনাপাতার পেস্ট দাগের উপর লাগিয়ে রাখলে দ্রুত মুখের দাগ সেরে যায়।


জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 0 - Rating 0 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)