JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

অভিনব ঘটনা:সিংহী পালন করছে চিতার শাবক

সাধারন অন্যরকম খবর 16th Jul 2017 at 7:44am 239
অভিনব ঘটনা:সিংহী পালন করছে চিতার শাবক

কেউ কখনো দেখেনি যে বাঘ বা সিংহ গোত্রের কোনো প্রাণী অন্য গোত্রের কোনো প্রাণীর সন্তানকে লালন করছে। এমন অভিনব ঘটনাটি ঘটেছে তানজানিয়ায়।

তিন সপ্তাহ বয়সী শিশু চিতাশাবকটিকে মায়ের মতো লালন পালন করছে ৫ বছর বয়সী সিংহী নোসিকিতক। আর তারা অবস্থান করছে তানজানিয়ার নরোঙগোরো সংরক্ষিত এলাকায়।

তবে শিশু চিতাশাবকটি নোসিকিতকের কাছে কিভাবে এসেছে এ ব্যাপারে সংরক্ষকদের কেউ কিছু বলতে পারছেন না।

সংরক্ষণ গ্রুপ ‘প্যানথেরা’র প্রেসিডেন্ট লিউক হান্টার বলছেন, ‘সিংহীটি মানসিকভাবে এখন সন্তান পালনের উপযোগী। তবে ইতিপূর্বে অন্য গোত্রের কোনো প্রাণীকে সিংহীর বা বা বাঘের পালনের ঘটনা না থাকলে চিতাশিশুটিকে এ সময় কাছে পেয়ে সিংহী তাকে পালন করছে। যা সত্যিই একটি অভিনব ব্যাপার।’

তবে হান্টার চিতাশাবকটির ভবিষ্যৎ নিয়ে শংকিত। কারণ, তার মতে, সিংহ খুব সহজে তার গোত্রের সন্তানকে চিহ্নিত করতে পারে। ঠিক তেমনি অন্য গোত্রের শাবকদেরও আলাদাভাবে চিনতে পারে।

কাজেই নোসিকিতক ছাড়া অন্য কোনো সিংহ বা সিংহী এই ব্যাপারটি টের পেলে তারা শাবকটিকে হত্যা করতে পারে।

অন্যদিকে চিতাশাবকটির বয়স ১ বছর থেকে দেড় বছর হলে তার মধ্যেও চিতার স্বভাব প্রকাশিত হবে। সেটিও সমস্যা হয়ে দাঁড়াবে একসঙ্গে থাকার ক্ষেত্রে।

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 0 - Rating 0 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)