JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

তৃতীয় টেস্টের ইংল্যান্ড দলে ওয়েস্টলি-মালান

ক্রিকেট দুনিয়া 20th Jul 2017 at 6:27pm 244
তৃতীয় টেস্টের ইংল্যান্ড দলে ওয়েস্টলি-মালান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অভিষেক হতে যাচ্ছে টম ওয়েস্টলির। এসেক্সের এই ব্যাটসম্যানকে রেখেই তৃতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের দল দিয়েছেন ইংল্যান্ডের নির্বাচকরা।

২৮ বছর বয়সি ওয়েস্টলি তিন নম্বরে ব্যাট করবেন। চোটের কারণে ছিটকে যাওয়া গ্যারি ব্যালান্সের জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে। বৃহস্পতিবার ঘোষিত দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা মিডলসেক্স ব্যাটসম্যান ডেভিড মালানও।

ওয়েস্টলি এই মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্সের হয়ে ৫৩.১১ গড়ে ৪৭৮ রান করেছেন। এর মধ্যে সেঞ্চুরি আছে দুটি। গত মাসে ইংল্যান্ড লায়ন্সের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেন অপরাজিত ১০৬ রানের দারুণ ইনিংস।

আর মালান গত মাসে টি-টোয়েন্টি অভিষেকে ৪৪ বলে খেলেন ৭৮ রানের ঝোড়ো ইনিংস। মিডলসেক্সের হয়ে এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ২৯ বছর বয়সি এই ব্যাটসম্যানের ব্যাটিং গড় ৪২.৫০। সর্বোচ্চ ইনিংস ১১৫।

ইংল্যান্ড একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলাতে চাইলে টেস্ট অভিষেক হয়ে যেতে পারে মালানেরও। সেক্ষেত্রে একাদশের যেতে হতে পারে লেগ স্পিনার লিয়াম ডসনকে। আগামী সপ্তাহে ইংল্যান্ড একাদশ নিশ্চিত করার পরই জানা যাবে এটি।

ওভালে তৃতীয় টেস্ট শুরু হবে আগামী ২৭ জুলাই। ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার ৩৪০ রানে জয়ের পর চার ম্যাচ সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।

তৃতীয় টেস্টের ইংল্যান্ড দল:
জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, অ্যালিস্টার কুক, লিয়াম ডসন, কেটন জেনিংস, ডেভিড মালান, টবি রোলান্ড-জোন্স, বেন স্টোকস, টম ওয়েস্টলি, মার্ক উড। -রাইজিংবিডি

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 0 - Rating 0 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)