JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

লঙ্কায় জয় সহজ নয় : কোহলি

ক্রিকেট দুনিয়া 21st Jul 2017 at 10:55am 239
লঙ্কায় জয় সহজ নয় : কোহলি

তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় গেছে ভারতীয় ক্রিকেট দল। বলার অপেক্ষা রাখে না যে, এই সিরিজে ফেবারিট টিম ইন্ডিয়া। সাম্প্রতিক ফর্মই বলে দিচ্ছে সে কথা। তাছাড়া পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে চলা লঙ্কান দলটি ভারতের সঙ্গে পেরে উঠবে তো? এমন প্রশ্নই অনেকের।

তবে ভারত অধিনায়ক বিরাট কোহলি মনে করেন, শ্রীলঙ্কার মাটিতে জয় পাওয়া সহজ নয়। জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮৮ রান তাড়া করে রেকর্ড জয় পেয়েছে লঙ্কানরা। তাই চান্দিমাল-থারাঙ্গার দলকে হালকাভাবে নিতে নারাজ টিম ইন্ডিয়ার অধিনায়ক কোহলি।

শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দুই দিনের ম্যাচ খেলতে আজই মাঠে নামছে ভারত। তার আগে সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘ঘরের মাঠে শ্রীলঙ্কা অনেক ভালো দল। আমাদের কাছে কোনো ভালো কিংবা খারাপ দল বলে কিছু নেই। আমরা যেকোনো প্রতিপক্ষকেই সম্মান করি। শ্রীলঙ্কার মাটিতে জয় পাওয়া সহজ কাজ নয়।’

আগেরবার শ্রীলঙ্কা সফরে এসে শুরুটা ভালো ছিল না। প্রথম টেস্ট হেরে যায় ভারত। তবে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে টেস্ট সিরিজটা নিজেদের দখলে নেয়। সেই স্মৃতি মনে করিয়ে দিলেন কোহলি, ‘আগেরবার আমরা অস্ট্রেলিয়া সফরের পর এখানে এসেছিলাম। র‌্যাংকিংয়ে ছিলাম ছয় বা সাত নম্বরে। গলে প্রথম টেস্ট হেরে যাই। পরে ঘুরে দাঁড়িয়েছি। ২-১ ব্যবধানে সিরিজটা জিতেছিলাম। ওই সিরিজটাই আমাদের বিশ্বাস জুগিয়েছিল।’

তথ্যসূত্রঃ জাগোনিউজ২৪

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 0 - Rating 0 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)