JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

সানি লিওনিকে সঙ্গী করলেন সঞ্জয় দত্ত

সিনেমা জগৎ 25th Jul 2017 at 1:35pm 220
সানি লিওনিকে সঙ্গী করলেন সঞ্জয় দত্ত

বেশ ঘন ঘন সংবাদের শিরোনাম হচ্ছেন সানি লিওন। সেই বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে আইটেম গান দিয়ে আলোচনার তুঙ্গে উঠেছেন। কিছু আগে আবার দত্তক নিয়ে সন্তানের মা-ও বনে গেছেন।

এর রেশ না কাটতেই আবারো সবার নজরে আসরেন সঞ্জয় দত্তের সঙ্গে। 'ভূমি' ছবির মধ্য দিয়ে বহুদিন পর সঞ্জয় দত্ত আবারো পর্দায় ফিরছেন। আরে সেখানেই রয়েছেন সেনসেশনাল সানি।

ওমুং কুমারের 'ভূমি' আসতে আর কয়েক মাস বাকি। সঞ্জয় বলে কথা, সবাই তাকিয়ে আছেন এর দিকে। ছবিটি নাকি দারুণ আবেগময় আর স্পর্শতাকর। গতকালই নির্মাতারা এর টিজার পোস্টার অবমুক্ত করেছেন। ইতিমধ্য তা ভক্ত-দর্শকদের ব্যাপক আগ্রহ কেড়েছে। তা দিন দিন বাড়ছেই।

দীর্ঘ বিশ্রামের পর এটাই সঞ্জয়ের প্রথম ছবি। এর আরেকটি আকর্ষণীয় দিক রয়েছে। তা হলো লাস্যময়ী সানি লিওনির উপস্থিতি। ওমুং জানান, ছবির একটি বিশেষ দৃশ্যায়ন ও তার বয়ানে সানিকেই দরকার।

'ভূমি' একটি স্পর্শকাতর ড্রামা যা এক বাবা ও মেয়ের মধ্যকার সস্পর্ককে আবিষ্কার করেছে। টি-সিরিজ এবং লিজেন্ড স্টুডিওসের প্রযোজনায় এ ছবিটি মুক্তি পাবে আগামী ২২ সেপ্টেম্বর। সূত্র : ইন্টারনেট

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 0 - Rating 0 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)